কোনোরকম ঝামেলা ছাড়াই জলের ট্যাঙ্ক পরিষ্কার করার সবচেয়ে সহজ ও ঘরোয়া উপায়
আজকাল বহু বাড়িতেই জলের ট্যাঙ্ক দেখতে পাওয়া যায়। দিনের পর দিন জল রাখার ফলে এই ট্যাঙ্ক নোংরা হয়ে যায়। বহুক্ষেত্রে শ্যাওলা জমতেও দেখা যায়।

আজকাল বহু বাড়িতেই জলের ট্যাঙ্ক দেখতে পাওয়া যায়। দিনের পর দিন জল রাখার ফলে এই ট্যাঙ্ক নোংরা হয়ে যায়। বহুক্ষেত্রে শ্যাওলা জমতেও দেখা যায়। ট্যাঙ্কের জল যদি আবার বাড়িতে পানীয়রূপে ব্যবহৃত হয়, তাহলে আরওই ট্যাঙ্কের খেয়াল রাখতে হয়। এই প্রতিবেদনে ট্যাঙ্ক পরিষ্কার করার উপায় বিস্তারিতভাবে বর্ণনা করা হল।
★ কী কী করতে হবে?
■ ট্যাঙ্ক খালি করতে হবে ও শুকোতে হবে:
ট্যাঙ্কটিকে ভালো করে খালি করে নিতে হবে। নল খুলে রাখার মাধ্যমে ট্যাঙ্কে উপস্থিত সমস্ত জল ট্যাঙ্ক থেকে বের করে দিতে হবে। এক্ষেত্রে অনেক সময়েই দেখা যায় যে, ট্যাঙ্কের একদম নিচের দিকের জল বের হয় না নল দিয়ে। সেই জল বালতি বা মগে করে ফেলে দিতে হবে। পুরো ট্যাঙ্ক যেন ভালো করে শুকিয়ে যায় খেয়াল রাখতে হবে।
■ ট্যাঙ্ককের দেওয়াল ভালো করে পরিষ্কার করতে হবে:
ট্যাঙ্কের দেওয়াল পরিষ্কার করার জন্য এক বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হবে। জল ও ডিটারজেন্ট একসঙ্গে মিশিয়ে সেই মিশ্রণ দেওয়াল পরিষ্কার করার জন্য ব্যবহার করতে হবে। ডিটারজেন্টের মিশ্রণ দিয়ে পরিষ্কার না হলে বেকিং পাউডার ছড়িয়ে ব্রাশ দিয়ে ঘষতে হবে। এইভাবে ট্যাঙ্কের বিভিন্ন অংশ পরিষ্কার করতে হবে। ট্যাঙ্কের জয়েন্ট ও কর্ণারের ময়লাগুলো তোলার জন্য টুথব্রাশ ব্যবহার করা যেতে পারে।
■ ময়লা ধুতে জল ব্যবহার করতে হবে:
ট্যাঙ্ক ভালো করে পরিষ্কার করা হয়ে গেলে ট্যাঙ্কের সমস্ত ময়লা ট্যাঙ্ক থেকে বের করতে হবে। এর জন্য প্রচুর পরিমাণে জল ব্যবহার করতে হবে। প্রয়োজনে ট্যাঙ্কে গরম জল দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। ট্যাঙ্কের নোংরা-ময়লাগুলো উঠে গেল সেই নোংরা জল বের করে দিতে হবে।
■ ট্যাঙ্ককে জীবাণুমুক্ত করতে হবে:
ট্যাঙ্ককে জীবাণুমুক্ত করার জন্য ৩/৪ ভাগ ট্যাঙ্ক জলপূর্ণ করতে হবে। এই জলে ক্লোরিন ব্লিচ যোগ করে ভালো করে মিশিয়ে দিত হবে। জলের পরিমাণ অনুযায়ী নিম্নে ক্লোরিন ব্লিচের পরিমাণ দেওয়া হল।
১. জলের পরিমাণ ১ হাজার গ্যালন হলে ব্লিচের পরিমাণ হবে ১ গ্যালন।
২. জলের পরিমাণ ৭৫০ গ্যালন হলে ব্লিচের পরিমাণ হবে পৌনে ১ গ্যালন।
৩. জলের পরিমাণ ৫০০ গ্যালন হলে ব্লিচের পরিমাণ হবে ১/২ গ্যালন।
৪. জলের পরিমাণ ২৫০ গ্যালন হলে ব্লিচের পরিমাণ হবে ৪ কাপ।
■ ট্যাঙ্কের পাইপ নিয়মিত পরিষ্কার করতে হবে:
১. শুধুমাত্র ট্যাঙ্কের দেওয়াল এবং কর্ণারই নয়, ট্যাঙ্কের পাইপও পরিষ্কার করতে হবে। এর জন্য পাইপে ক্লিনিং সলিউশন ঢেলে ওয়াটার পাম্প চালিয়ে দিতে হবে। এর ফলে পাম্পের ভেতরের ময়লা সরে যাবে। সলিউশন দিয়ে পরিষ্কার করা হয়ে গেলে গরম জল দিয়ে পাম্পটি পরিষ্কার করতে হবে।
২. নতুন করে ট্যাঙ্কটিকে জলপূর্ণ করার আগে ট্যাঙ্কের ক্লোরিন মেশানো জল বের করে দিতে হবে এবং ভালো করে শুকোতে হবে। মোটামুটি ৭ থেকে ৮ ঘন্টা ট্যাঙ্কটিকে খালি রেখে শুকিয়ে দেওয়ার পরে নতুন করে জলপূর্ণ করতে হবে।
৩. ট্যাঙ্কের নোংরা জল যত্রতত্র ফেলা যাবে না। খোলা স্থানে যেখানে পশুপাখি মুখ দিতে পারে বা গাছের গোড়ায় তো একদমই দেওয়া যাবে না। একইসঙ্গে ট্যাঙ্ক পরিষ্কারকারী ব্যক্তির প্রতিও নজর দিতে হবে। তাঁর যেন কোনো ক্ষতি বা অসুবিধা না হয়।