বদলে গিয়েছে চেহারা, সৌন্দর্যে বলিউড নায়িকাদের দশ গোল দেবেন ‘কোই মিল গয়া’র ছোট্ট মেয়েটি, রইল তাঁর বর্তমান ছবি

হংসিকা মোতওয়ানি শিশুশিল্পী হিসাবে 'কোই মিল গয়া' সিনেমায় অভিনয় করার পরে একাধিক সিনেমায় অভিনয় করেন। যদিও তাঁকে বলিউডে নয় দক্ষিণী সিনেমা জগতেই বেশি দেখা যায়।

এই দেশে অভিনেতা ঋত্বিক রোশনের অনুরাগীর অভাব নেই। এমনিতেই ঋত্বিক রোশনের ভক্তের সংখ্যা অগুনিতক। এরপরে কেউ যদি কল্পবিজ্ঞান সিনেমাপ্রেমী হন, তাহলে তো তাঁরা আরওই ঋত্বিক রোশনের এক বিশেষ সিনেমা দেখে থাকবেন! সিনেমাটির নাম ‘কোই মিল গয়া’ (Koi Mil Gaya)। এই সিনেমাটি দেখেননি, এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া মুশকিল।

ঋত্বিক রোশনের ‘কোই মিল গয়া’ সিনেমায় খোদ নায়ক, নায়িকা প্রীতি জেন্টা ও রেখা ছাড়াও বেশ কিছু খুদের অভিনয় ছিল চোখে পড়ার মতো। এর মধ্যে সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করেছিল ‘টিনা’-এর ভূমিকায় অভিনয় প্রদর্শনকারী হংসিকা মোতওয়ানি (Hansika Motwani)। আজকের এই বিশেষ প্রতিবেদন সেই ‘টিনা’কে নিয়েই।

হংসিকা মোতওয়ানি শিশুশিল্পী হিসাবে ‘কোই মিল গয়া’ সিনেমায় অভিনয় করার পরে একাধিক সিনেমায় অভিনয় করেন। যদিও তাঁকে বলিউডে নয় দক্ষিণী সিনেমা জগতেই বেশি দেখা যায়। সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রী হিসেবে পরিচিতি লাভ করেন তিনি। অতঃপর বোঝাই যাচ্ছে যে, সেই শিশুশিল্পী আর শিশু নেই পরিণত যুবতীরূপে নিজেকে মেলে ধরেছেন।

এই অভিনেত্রী জন্মগ্রহণ করেছিলেন ১৯৯১ সালের ৯ই আগস্ট তারিখে। এই সুন্দরী অভিনেত্রীর বর্তমান বয়স ৩১ বছর। ‘শাকা লাকা বুম বুম’ খ্যাত এই অভিনেত্রীর বিয়েও হয়ে গেছে। তিনি ২০২২ সালের ৪ঠা ডিসেম্বর তারিখে সোহেল খাটুরিয়ার (Sohael Khaturiya) সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল একদম রাজকীয়ভাবে রাজস্থানের জয়পুরের ৪৫০ বছরের পুরনো মুন্ডটা ফোর্ট এন্ড প্যালেসে (Mundota Fort & Palace)। বিশেষ কারিগর ও শিল্পীদের উপস্থিতিতে একবারে জমজমাটভাবে সম্পন্ন হয়েছিল হংসিকার বিষয়ের অনুষ্ঠান।