বাড়িতে সাপের উৎপাত কমানোর জন্য সবচেয়ে সহজ ও ঘরোয়া টিপস
সর্পগন্ধার পাশাপাশি মগবোর্ট গাছের প্রভাবেও বাড়িতে সাপ প্রবেশ করতে ভয় পায়।

উপরওয়ালার সৃষ্টি করা পৃথিবীতে এমন বহু ভয়ঙ্কর জীবজন্তু রয়েছে। আর তার মধ্যে অন্যতম একটি ভয়ঙ্কর প্রাণী হলো সাপ। আর সাপকে ভয় পায় না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর। আট থেকে আশি প্রত্যেকেই সাপেদের থেকে দূরত্ব বজায় রেখে চলতেই পছন্দ করেন। কারণ সাপের এক ছোবলেই যেকোনো প্রাণী মৃত্যুর কোলে ঢলে পরতে পারে। কেউ নিজেকে যতই রাঘব বোয়াল বলে দাবি করুক না কেন সাপ দেখতে তাঁর মনে একটু হলেও ভীতের সঞ্চার হবেই।
তবে বাস্তবে সাপ দেখলে প্রতিটি মানুষ ভয় পেলেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সাপেদের ভিডিওগুলি বেশ আনন্দের সহিত উপভোগ করেন প্রত্যেকে। আর যার প্রমাণ সেই সমস্ত ভাইরাল ভিডিওগুলোর ভিউজ দেখলেই প্রমাণ মেলে। সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়তই আপলোড ও ভাইরাল হয়ে চলেছে বিভিন্ন প্রজাতির সাপের লোমহর্ষক ভিডিও। যা বেশ আনন্দের সহিত উপভোগ করছেন প্রতিটি মানুষ। তবে কখনো যদি সেই সাপ আপনার বাড়িতে এসে হাজির হয় তাহলে কি করবেন ভেবে দেখেছেন কখনো? কিভাবে তাড়াবেন সেই সাপকে? আজ সেই প্রতিকারেরই উপায় বলবো এই প্রতিবেদনের মাধ্যমে।
সাপ একটি বিষধর সরীসৃপ প্রজাতির প্রাণী। গোটা পৃথিবীজুড়ে প্রায় ২,৯০০-এরও বেশি প্রজাতির সাপ পাওয়া যায়। আর যেগুলোর বেশিরভাগই বিষধর প্রজাতির সাপ। গোটা পৃথিবীতে আন্টার্টিকা বাদে বেশিরভাগ দেশেই এই প্রাণীটির প্রদুর্ভাব রয়েছে। আসুন তবে এবার জেনে নেবার যাক বাড়িতে হঠাৎ সাপের উপদ্রব হলে কিভাবে সহজে সাপ তাড়াবেন। আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যারা বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করতে বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে থাকেন। তবে এমন কিছু গাছ রয়েছে যেগুলোর প্রভাবে বাড়িতে সাপের আনাগোনা কমে যায়। যার মধ্যে সর্পগন্ধা একটি অন্যতম গাছ। বিশেষজ্ঞদের মতে এই গাছ বাড়িতে থাকলে বাড়িতে সাপের আনাগোনা কমে যায়।
সর্পগন্ধার পাশাপাশি মগবোর্ট গাছের প্রভাবেও বাড়িতে সাপ প্রবেশ করতে ভয় পায়। মশলা হিসেবে বিভিন্ন রান্নায় রসুনের ব্যবহার করা হয়। এটি রান্নার স্বাদকে বাড়িয়ে তুলতে সাহায্য করে। তবে বিশেষজ্ঞদের মতে বাড়িতে রসুন গাছ থাকলেও সাপেদের আনাগোনা কমে যায়। সোসাইটি গার্লিক নামক একপ্রকার গাছ রয়েছে। এই গাছ দেখতে অনেকটা ঘাসের মতো হয়। যা ছয় ফুটের মতো লম্বা হয়। আর এই গাছের প্রভাবেও বাড়িতে সাপের উপদ্রব কম হয়। এমনকি সাপ তাড়াতে লেমন গ্রাসও দুর্দান্ত কার্যকরী।