Tollywood Actress: পড়াশোনায় কার দৌড় কতদূর! রচনা থেকে শ্রাবন্তী রইল এই ৭টি অভিনেত্রীর শিক্ষাগত যোগ্যতা

গ্ল্যামার ওয়ার্ল্ডে মূলত অভিনয় ও সৌন্দর্যই শেষ কথা। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হয় না। তবে প্রিয় অভিনেত্রীরা কে কতদূর পড়েছেন, সেই নিয়ে মানুষের কৌতূহল থেকেই থাকে।

Tollywood Actress: গ্ল্যামার ওয়ার্ল্ডে মূলত অভিনয় ও সৌন্দর্যই শেষ কথা। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হয় না। তবে প্রিয় অভিনেত্রীরা কে কতদূর পড়েছেন, সেই নিয়ে মানুষের কৌতূহল থেকেই থাকে। আজকের এই প্রতিবেদনে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির কিছু উজ্জ্বল নক্ষত্রদের শিক্ষাগত যোগ্যতার তালিকা তুলে ধরা হল। দেখে নিন, আপনার প্রিয় অভিনেত্রী কতদূর পড়েছেন।

● রচনা ব্যানার্জি: বাংলার বাইরেও ওড়িয়া সহ দক্ষিণী সিনেমা জগৎ দাপিয়ে বেড়ানো অভিনেত্রী হলেন রচনা ব্যানার্জি। বর্তমানে তিনি জনপ্রিয় শোয়ের সঞ্চালনায় কাজে যুক্ত। বিস্তারিতভাবে জানা সম্ভব না হলেও, তাঁর স্নাতক ডিগ্রি আছে বলে খবর।

Tollywood actress

● শুভশ্রী গাঙ্গুলি: শিক্ষাগত যোগ্যতা ও অভিনয় উভয় বিষয়ই হাতের তালুতে রেখেছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। এই অভিনেত্রী ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করার পরে অভিনয় জগতের যাত্রা শুরু করেন।

Tollywood actress

● ঋতুপর্ণা সেনগুপ্ত: নব্বই দশকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি টলিউডে একসময় চুটিয়ে অভিনয় করেছেন তিনি। ইতিহাস বিষয় নিয়ে তিনি কলকাতায় অবস্থিত লেডি ব্রেবোন কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।

Tollywood actress

● নুসরাত জাহান: অভিনয় জগৎ ও রাজনীতি উভয় ক্ষেত্রেই প্রভাব বিস্তার করে রেখেছেন নুসরাত জাহান। তিনি অভিনেত্রী, তিনি সাংসদও। তিনি বাণিজ্য বিভাগে (সাম্মানিক) স্নাতক ডিগ্রি অর্জন করেছেন ভবানীপুর কলেজে থেকে।

● শ্রাবন্তী চ্যাটার্জি: খুব কম বয়সে অভিনয় জগতে অভিষেক করেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। শিশুশিল্পী হিসাবে অভিনয় জগতে পা দেন তিনি। অভিনেত্রীর ব্যক্তিগত জীবন সম্পর্কে নানান তথ্য পাওয়া গেলেও তাঁর শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত কোনো তথ্য স্পষ্টভাবে পাওয়া যায়নি। তবে দাবি করা হয়, তাঁর অভিনয় জগতে অভিষেক স্কুলের গন্ডি পার করার আগে হয়েছিল।

● কোয়েল মল্লিক: অভিনয় জগতের অংশ হওয়ার আগে কোয়েল মল্লিক নিজের পড়াশোনা ভালোভাবে সম্পন্ন করেন। তিনি গোখেল মেমোরিয়াল কলেজে পড়াশোনার অধ্যায় শেষ করেন। ওই কলেজে তিনি সাইকোলজি নিয়ে পড়েন। পড়াশোনার ডিগ্রি অর্জন করার পরেই তিনি অভিনয় জগতে অভিষেক করেন।

Tollywood actress

● রুক্মিণী মৈত্র: টলিউডের অন্যতম শিক্ষিত অভিনেত্রী হলেন রুক্মিণী মৈত্র। এই অভিনেত্রী এমবিএ (MBA) ডিগ্রি অর্জন করেছেন। তিনি এমবিএ-এর পড়াশোনা করেন কলকাতার লরেটো কলেজে।