ভরা মঞ্চে ‘পাগলু’ সিনেমার সুপারহিট গানে উদ্দাম নাচ অভিনেত্রী কোয়েল মল্লিকের, ভাইরাল ভিডিও

'পাগলু ২' (Paglu 2) সিনেমার 'পাগলু... থোড়া সা করলে রোম্যান্স' (Paglu Thoda Sa Karle Romance) গানে দুর্দান্ত এনার্জি সহকারে পারফর্ম করতে দেখা গেল 'কোয়েল'কে।

টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় অভিনেত্রী হলেন কোয়েল মল্লিক (Koel Mullick)। প্রসেনজিৎ ও ঋতুপর্ণা পরবর্তী যুগে যে সমস্ত অভিনেতা ও অভিনেত্রীরা নিজেদেরকে অভিনয় জগতে মেলে ধরেছিলেন তাঁদের মধ্যে কোয়েল অন্যতম। জিৎ ও দেবের মতো প্রথম সারির অভিনেতাদের সঙ্গে অভিনয় করেছেন রঞ্জিত কন্যা কোয়েল মল্লিক। একের পর এক হিট সিনেমায় অভিনয়ের ছাপ ছেড়েছেন বাংলার ‘অরুন্ধতী’।

সম্প্রতি অভিনেত্রী কোয়েল মল্লিককে দেখা গেল কলকাতার এক অনুষ্ঠানে। সেখানে জমকালো পোশাক পরে পুরো অনুষ্ঠান মাতিয়ে দিতে দেখা গেল অভিনেত্রীকে। তাঁর কণ্ঠে শোনা গেল তাঁরই সিনেমার এক গান। ব্লু ঢিলেঢালা প্যান্ট, সাদা টপস ও সাদা-কালো নকশা যুক্ত শ্রাগ ও পায়ে গোলাপি রঙের হাই হিল পরে ‘পাগলু ২’ (Paglu 2) সিনেমার ‘পাগলু… থোড়া সা করলে রোম্যান্স’ (Paglu Thoda Sa Karle Romance) গানে দুর্দান্ত এনার্জি সহকারে পারফর্ম করতে দেখা গেল ‘বাংলার অরুন্ধতী’কে।

জানা গেছে, কোয়েল মূলত ‘মেটা ক্রিয়েটর্স ডে’ (Meta Creators Day) উপলক্ষ্যে কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। এটি অনুষ্ঠান তো ছিল না, ছিল যেন ‘চাঁদের হাট’। এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বিভিন্ন তারকা সহ বড়ো নামীদামী ক্রিয়েটররা। এই অনুষ্ঠানে ক্রিয়েটরদের সম্মান জানানোর সঙ্গে তাঁদের দীর্ঘ যাত্রাকে উদযাপন করা হয়।

এই অনুষ্ঠানের একটি ভিডিও পোস্ট করা হয়েছে অভিনেত্রী কোয়েল মল্লিকের নিজস্ব ইনস্টাগ্রাম আইডি থেকে। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল “খুব মজা।হল। অত্যন্ত প্রতিভাধারী ক্রিয়েটরদের সঙ্গে একটা দারুণ দিন কাটালাম”। এই ক্যাপশনের সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লেখা ‘মেটা ক্রিয়েটর্স ডে’। কোয়েলের পোস্ট করা এই ভিডিও অসংখ্য মানুষ দেখে ফেখেছেন এবং প্রায় ৬০ হাজারেরও বেশি মানুষ পছন্দ করেছেন।