ঘনিষ্ঠ দৃশ্যে আপত্তি, কোয়েলের ফিরিয়ে দেওয়া অফার লুফে নিয়েই বাজিমাত করেন কঙ্গনা রানাওয়াত
'গ্যাংস্টার' সিনেমায় অভিনেত্রী কঙ্গনা রানাউতের বদলে প্রথমে প্রস্তাব দেওয়া হয়েছিল টলি তারকা অভিনেত্রী কোয়েল মল্লিককে।

বলিউডের সাহসী অভিনেত্রীদের কথা আসলেই প্রথমে যার নাম আসে তিনি হলেন বলিউডের কুইন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। যার মত সাহসী অভিনেত্রী হয়তো গোটা বলিউডে খুঁজলেও খুঁজে পাওয়া যাবে না। যার কারণে তাঁকে গোটা বলিমহল প্রায় এড়িয়েই চলে। কারণ তিনি কোনোরকম ভয় ছাড়াই সবাইকে উপযুক্ত জবাব দিয়ে দিতে জানেন। এমনকি যার জন্য অনেকে থাকে বাঘিনী নামেও ডাকে। আর বলিউডের এই বাঘিনীর অভিনয় জগতে হাতেখড়ি হয় ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গ্যাংস্টার’-এর হাত ধরে।
এই সিনেমাটির পরিচালনা করেছিলেন এক বাঙালি পরিচালক অনুরাগ বসু (Anurag Basu)। যেখানে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে সকলের মন জয় করেছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। তবে অনেকেই হয়তো জানেন না যে, এই সিনেমায় অভিনেত্রী কঙ্গনা রানাউতের বদলে প্রথমে প্রস্তাব দেওয়া হয়েছিল টলি তারকা অভিনেত্রী কোয়েল মল্লিককে (Koyel Mallick)। এমনকি সিনেমার নির্মাতারা কোনোরকম অডিশন ছাড়াই কোয়েলকে সিলেক্ট করেন। আর অভিনেত্রীও এই সুযোগ হাতছাড়া করতে চাননি। তিনি একেবারেই রাজি হয়ে গিয়েছিলেন এই চরিত্রটিতে অভিনয় করতে।
তবে হঠাৎ করেই তিনি এই চরিত্রটি থেকে সরে এসেছিলেন। কিন্তু কোন কারণে? দর্শকদের মনে সর্বদাই এই প্রশ্নটি জাগে। আজ থেকে প্রায় কয়েক বছর আগে একটি টক শো ‘কে হবে বিগেস্ট ফ্যানে’ উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক ও পরিচালক অনুরাগ বসু। আর সেখানেই অভিনেত্রী সমস্তটা খোলসা করে জানিয়ে দেন সকলকে। তিনি জানান সেই সিনেমায় অভিনয় না করার অন্যতম কারণ ছিল পোশাক। এরপর পরিচালক জানান, “গ্যাংস্টারের গল্প বলবার সময় আমি কোয়েলকে একটি দৃশ্য বলেছিলাম যেটা ছিল চুম্বনের দৃশ্য। কঙ্গনাকেও আমরা সেই দৃশ্যে দেখেছি। এটা ওর এথিকস এবং মোরালসের প্রশ্ন। সেজন্যই আমি কোয়েলকে এত সম্মান করি। অভিনেত্রী হলে সেই সময় হ্যাঁ বলে দিত। এত বড় ছবি মুম্বাইয়ের মত জায়গায় বড় ব্যানারের ছবি, যে কেউ হ্যাঁ বলে দিত। তবে ও নিজে খুব পরিষ্কার ছিল। ও বলেছিল এই সিমটা আমি করবো না।”
আর অভিনেত্রী কঙ্গনা রানাউত এই সুযোগকে কাজে লাগিয়েই বলিউডে তৈরি করে নেন নিজের সুপরিচিতি। রাতারাতি তিনি সমস্ত মানুষের মনের মনিকোঠায় জায়গা করে নেন। প্রসঙ্গত এই সিনেমাটিতে অভিনেত্রী কঙ্গনার পাশাপাশি অভিনয় করেছিলেন অভিনেতা ইমরান হাশমি (Imran Hashmi) এবং সাইনি আহুজা (Shiney Ahuja)। এই সিনেমাটি এক সময় প্রেক্ষাগৃহে সুপারহিট হয়েছিল। এমনকি এই সিনেমার গান আজও প্রতিটি মানুষের মুখে মুখে ঘোরে।