Hansika Motwani: রাতারাতি কোথায় হারিয়ে গেল ‘কোই মিল গয়া’ সিনেমার এই ছোট্ট মেয়েটি! জানেন বর্তমানে কি করেন তিনি?

2001 সালে ‘সাকা লাকা বুম বুম’ সিরিয়ালের মাধ্যমে অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। একই বছর ‘দেশ মে নিকলা হোগা চাঁদ’ সিরিয়ালেও অভিনয় করেন তিনি।

Hansika Motwani: শিশু শিল্পীদের যে কোনো সিনেমায় কিংবা চরিত্রে আমরা বিভিন্ন সময়ে অভিনয় করতে দেখেছি। তবে পরবর্তী সময়ে তারা ধীরে ধীরে বড়ো হয়ে যায়। যার ফলে অনেকসময়ই আমরা তাঁদের সঠিকভাবে চিনতে পারি না। নায়ক-নায়িকা হয়ে যখন তারা ফিরে আসেন অনেকেই ছোটবেলার কথা ভুলে যান। আবার অনেকেই হারিয়ে যায় নায়িকার হবার এই গভীর সমুদ্রে। যেমনটা হয়েছে অভিনেত্রী হংসিকা মোতওয়ানির (Hansika Motwani) ক্ষেত্রে। 2001 সালে ‘সাকা লাকা বুম বুম’ সিরিয়ালের মাধ্যমে অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। একই বছর ‘দেশ মে নিকলা হোগা চাঁদ’ সিরিয়ালেও অভিনয় করেন তিনি।

Hansika Motwani:

Hansika Motwani

৩১ বছর বয়সী এই অভিনেত্রী বিখ্যাত ২০০৩ সালের ‘কোই মিল গয়া’ (Koi Mil Gaya) সিনেমায় শিশু শিল্পী হিসাবে অভিনয় করেছিলেন। 2007 সালে ‘আপ কা সুরুর’ ফিল্মে নায়িকা হিসাবে ডেবিউ করেন হংসিকা। এই ফিল্ম বক্স অফিসে অত্যন্ত অসফল হয়েছিল। 2008 সালে মুক্তি পেয়েছিল হিন্দি ফিল্ম ‘মানি হ্যায় তো হানি হ্যায়’। এটিও ছিল ফ্লপ। এরপর থেকে দক্ষিনি সিনেমায় নিজের আধিপত্য বিস্তার করতে থাকে। সেখানে পর পর বেশ কয়েকটি সিনেমায় তাঁকে দেখা যায়।

Hansika Motwani

কন্নড়, তামিল, তেলেগু, মালয়ালম ভাষায় অগুণতি দক্ষিণী ফিল্মে অভিনয় করেছেন হংসিকা। হিন্দি ও পঞ্জাবি ভাষায় বেশ কয়েকটি মিউজিক ভিডিওয় অভিনয় করেছেন। তবে বলিউডের এই ভিড়ে কিন্তু তাঁকে নায়িকা মানতে নারাজ সকলে। ব্রেস্ট ক্যান্সার সচতনতা বিষয়ক কাজে রয়েছে হংসিকা। ‘চেন্নাই টার্নস পিঙ্ক’ যে সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর তিনি।

Hansika Motwani Viral Photos:

 

View this post on Instagram

 

A post shared by Tanvi Shah (@tanvishah91)

পুরী জগন্নাথের তেলেগু সিনেমা ‘Desamuduru’ তে অভিনয় করেন নায়িকা যার বিপরীতে ছিলেন অভিনেতা আল্লু অর্জুন (Allu Arjun)। উল্লেখ্য, কিছুদিন আগেই ব্যবসায়ী সুহেল খাঠোরিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নায়িকা। রাজস্তানের ৪৫০ বছরের পুরোনো ‘মুন্ডোটা ফোর্ট অ্যান্ড প্যালেস’ হবে তার বিয়ের অনুষ্ঠান হয়েছে। তবে সুহেলের প্রথম বিয়ে ভাঙার পিছনে যে অভিনেত্রীর হাত ছিল সেই বিষয়ে বারংবার প্রশ্ন উঠেছে।