বাড়ি থেকে চিরতরে দূর করুন টিকটিকি, রইল সবচেয়ে সহজ টিপস

টিকটিকি তাড়াতে চাইলে একটি খুবই সহজ উপায় অনুসরণ করা যেতে পারে। দেওয়ালে ময়ূরের পালক লাগিয়ে রাখলে বা টাঙিয়ে রাখলে টিকটিকির উপদ্রব থেকে মুক্তি পাওয়া যেতে পারে।

বাংলার মাটিতে টিকটিকির উপদ্রব প্রায় সর্বত্রই আছে। খুব কম বাড়িই হয়তো এমন আছে যেখানে টিকটিকি নেই। আর কোনো পোকামাকড় চোখে না পড়লেও প্রায় প্রত্যেক বাড়িতেই টিকটিকি দেখতে পাওয়া যায়। নিম্নে এই টিকটিকি তাড়ানোরই কিছু সহজ টিপস শেয়ার করা হল। এগুলা মেনে চললে বাড়িতে টিকটিকির উপদ্রব কমতে দেখা যাবে।

টিকটিকি তাড়ানোর টিপস:

১. টিকটিকি তাড়াতে চাইলে একটি খুবই সহজ উপায় অনুসরণ করা যেতে পারে। দেওয়ালে ময়ূরের পালক লাগিয়ে রাখলে বা টাঙিয়ে রাখলে টিকটিকির উপদ্রব থেকে মুক্তি পাওয়া যেতে পারে। যদিও এই পদ্ধতির কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে। এটা ঠিক কতটা কাজ করবে সেটা এখনও জানা সম্ভব হয়নি। তবে অনেকেই মনে করেন যে, দেওয়ালে ময়ূরের পালক টাঙালে তা টিকটিকি তাড়ানোর বিষয়ে কাজে লাগে।

২. টিকটিকির উপদ্রব থেকে বাঁচতে চাইলে বাড়িতে ব্যবহার করতে হবে কেরোসিন তেল। কেরোসিন তেলের তীব্র গন্ধ রয়েছে। টিকটিকি তীব্র গন্ধ সহ্য করতে পারে না। আর তাই বাড়ির দেওয়াল ও বারান্দা কেরোসিন তেল দিয়ে মোছামুছি করলে কেরোসিনের উগ্র গন্ধে টিকটিকি ঘরে টিকতে পারবে না। উল্লেখ্য, শুধুমাত্র টিকটিকিই নয়, অন্যান্য পোকামাকড়ও ঘর থেকে দৌড়ে পালাবে।

৩. গোলমরিচের গন্ধও খুব উগ্র। আর তাই এর গন্ধও টিকটিকির কাছে খুবই অসহ্যকর। একটি পাত্রে গোলমরিচের গুঁড়ো ও জল নিয়ে একটি পাতলা মিশ্রণ তৈরি করতে হবে। সেই মিশ্রণ বাড়ির সেই সমস্ত জায়গায় ছড়িয়ে দিতে হবে যেখানে টিকটিকির আনাগোনা রয়েছে। এটি করলে বাড়িতে টিকটিকির উপদ্রব কমে যাবে।

৪. টিকটিকিকে বাড়ি থেকে তাড়াতে চাইলে কর্পূরও ব্যবহার করা যেতে পারে। কর্পূরের গন্ধ খুব উগ্র। আর তাই এর গন্ধও টিকটিকি সহ্য করতে পারে না। টিকটিকির উপদ্রব থেকে মুক্তি পেতে বাড়ির প্রত্যেক কোণায় কর্পূর ছড়িয়ে দিলেই কাজ হয়ে যাবে।

৫. উল্লিখিত উপায়গুলি অনুসরণ না করতে চাইলে রসুন ব্যবহার করা যেতে পারে। রসুনের গন্ধ খুবই তীব্র হওয়ায় এটিও টিকটিকির কাছে অসহ্যকর। এটি টিকটিকির বিরুদ্ধে ব্যবহার করতে চাইলে অল্প পরিমাণ জলে ৫-৬টি কোয়াযুক্ত রসুনের পেস্ট মেশাতে হবে। এই মিশ্রণ বাড়ির চারিদিকে ছড়িয়ে দিয়ে হবে। মিশ্রণটি স্প্রে বোতল দিয়ে স্প্রে করেও ব্যবহার করা যেতে পারে।