যেতে হবে না পার্লারে, মাত্র ৫ টাকা দিয়ে বাড়িতে বসে এইভাবে করে নিন পার্লারের মত ফেসিয়াল

ত্বক উজ্জ্বল ও সুন্দর করতে আজই ব্যাবহার করুন এই ফেসপ্যাক।

আজকাল পড়াশোনা বা কাজের চাপে ত্বকের যত্ন আর নেওয়া হয় না। ফলস্বরূপ ত্বকের জেল্লা ধীরে ধীরে কমে যেতে দেখা যায়। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে বাজারের কেমিক্যালজাত প্রোডাক্ট ব্যবহার করলেও তা হয় সাময়িক ফল দেয়, নয়তো ক্ষতি করে দেয়। এই অবস্থায় ত্বকের জেল্লা প্রাকৃতিক উপায়ে ফেরাতে চাইলে ধরতে পারেন কফির হাত। ত্বকের জেল্লা ফেরাতে কফির প্যাক খুবই কার্যকরী। নিম্নে কফির ৮ রকমের প্যাকের বর্ণনা ধাপে ধাপে দেওয়া হল।

কফি ও মধু (Coffee and Honey):

এই বিশেষ ফেসপ্যাকটি বানানোর জন্য একটি পাত্রে প্রথমে কফি (২ টেবিল চামচ) নিতে হবে। তারপরে এতে মধু (২ টেবিল চামচ) মেশাতে হবে। দুটো উপকরণ ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে একটি দুর্দান্ত ফেসপ্যাক। এই প্যাকটি মুখে লাগিয়ে ১০ মিনিটের মতো রেখে ধুয়ে দিলেই কার্যকরী ফল পাওয়া যাবে।

কফি ও গোলাপ জল (Coffee and Rose Water):

একটি পাত্রে কফি (২ টেবিল চামচ) ও পরিমাণ মতো গোলাপ জল নিয়ে ভালো করে মেশাতে হবে। এই প্যাক মুখে লাগানোর পর একই অবস্থায় ১০ মিনিটের মতো রেখে দিতে হবে। তারপরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে দিতে হবে।

কফি , দই ও হলুদ (Coffee, Curd and turmarind):

একটি পাত্রে কফি (২ টেবিল চামচ) নিয়ে সেটাতে একে একে হলুদ গুঁড়ো ও দই যোগ করতে হবে। সবটা মিশিয়ে মুখে ১০ মিনিটের মতো লাগিয়ে রাখলেই কার্যকরী ফল পাওয়া যাবে। প্যাক ধোয়ার জন্য ঠান্ডা জল ব্যবহার করা যেতে পারে।

কফি ও কুমড়ো (Coffee and Pumpkin):

প্রথমে কুমড়োর পেস্ট তৈরি করতে হবে। একটি পাত্রে এই পেস্টের সঙ্গে কফির গুঁড়ো মিশিয়ে মুখে লাগিয়ে ২০ মিনিটের মতো রাখতে হবে। তারপরে ঠান্ডা জলে ধুয়ে ফেলতে হবে।

কফি ও দুধ (Coffee and Milk):

একটি পাত্রে কফি (১ চামচ) নিয়ে সেটাতে দুধ মিশিয়ে ফেসপ্যাক তৈরি করতে হবে। এই ফেসপ্যাক মুখে ১০ মিনিটের মতো লাগিয়ে ধুয়ে ফেললেই হবে।

কফি ও লেবু (Coffee and Lemon):

কফি ও লেবুর রস মিশিয়ে সেই মিশ্রণ ১০ মিনিটের মতো মুখে লাগিয়ে রাখতে হবে ও পরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে।

কফি ও চন্দনকাঠের গুঁড়ো (Coffee and Sandlewood Powder):

চন্দনকাঠ গুঁড়ো, কফি ও দুধ মিশিয়ে ফেসপ্যাক তৈরি করে সেটি মুখে ১০ মিনিটের মতো রাখতে হবে। এরপরে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।

কফি ও নারকেল তেল (Coffee and Coconut Oil):

একটি পাত্রে নারকেল তেল ও কফি নিয়ে মুখে লাগানোর পরে ১০ মিনিটের মতো একই অবস্থায় রেখে দিয়ে পরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে দিতে হবে।