বয়স হাঁটবে উল্টোপথে, বাড়িতে বানিয়ে মেখে ফেলুন এই অ্যান্টি এজিং ক্রিম

ত্বক হবে উজ্জ্বল ও সুন্দর, বাড়িতে বানিয়ে মাখুন এই ফেসপ্যাক।

আজকাল বাজারে কেমিক্যালজাত প্রোডাক্টের ছড়াছড়ি। বিভিন্ন রকমের ত্বকীয় সমস্যা সমাধানের নামে পুরো বাজার জুড়ে শুধুমাত্র কেমিক্যালজাত প্রোডাক্টেরই রমরমা। আর এই সমস্ত প্রোডাক্ট ব্যবহার করার কারণে কখনও কখনও একটি সমস্যার সমাধান সম্ভব হলেও, ত্বকের সার্বিক ক্ষতি হতে দেখা যাচ্ছে। যা অনেক সময় ত্বকের বার্ধক্য ডেকে আনছে। আপনি কি জানেন? এই বার্ধক্যের চিহ্নকে ঘরোয়া উপায়ে বেঁধে রাখা যেতে পারে। উপায়গুলো জানতে গেলে পড়ে ফেলুন পুরো প্রতিবেদন।

১. প্রথমে একটি পাত্রে একমুঠো ভাত নিতে হবে। তারপরে সেই ভাত ভালো করে চটকে নিতে হবে। এই চটকানো ভাতের সঙ্গে কাঁচা দুধ মেশাতে হবে। মেশানো হয়ে গেলে মিশ্রণটি মুখে লাগিয়ে ১৫ মিনিটের মতো রেখে দিতে হবে।

২. ভাত নিয়ে আরও একটি মিশ্রণ তৈরি করা যেতে পারে। একটি পাত্রে ভাত নিয়ে প্রথমে ভালো করে চটকে নিতে হবে। এই চটকানো ভাতে এবার মধু মেশাতে হবে। এই প্যাক মুখে লাগিয়ে কিছুক্ষণ পরে ধুয়ে ফেলতে হবে।

৩. ত্বকের পরিচর্যায় ভাতের ফ্যান কার্যকরী ভূমিকা পালন করতে পারে। একটি পাত্রে ভাতের ফ্যান বা মাড় নিয়ে সেটিতে একটু তুলো ভেজাতে হবে। সেই ভিজে তুলো প্রত্যেক দিন মনে করে মোট তিনবেলা সকালে, দুপুরে ও বিকেলের দিকে মুখে লাগাতে হবে এবং ঠাণ্ডা জল ব্যবহার করে ধুয়ে ফেলতে হবে।

৪. একটি পাত্রে প্রথমে চালের গুঁড়ো নিতে হবে। এতে কফি গুঁড়ো ও কাঁচা দুধ যোগ করতে হবে। সবটা ভালো করে মিশিয়ে নিয়ে গলায় ও মুখে লাগিয়ে নিতে হবে। কিছুক্ষণ লাগিয়ে রাখার পরে ঠাণ্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে।

৫. বিভিন্ন রকমের প্যাক লাগানো ছাড়াও ফেস ম্যাসাজ করলে ভালো ফল পাওয়া যেতে পারে। এর জন্য হাতে অল্প পরিমাণে নারকেল তেল নিয়ে আঙুলের ডগা দিয়ে মুখে ম্যাসাজ করলে ভালো ফল পাওয়া যেতে পারে।