দুধের মতো ধবধবে ফর্সা হবে ত্বক, বাড়িতে বানিয়ে মেখে ফেলুন এই ফেসপ্যাক

ত্বক হবে ঝকঝকে সুন্দর ও উজ্জ্বল বাড়িতে বানিয়ে মেখে ফেলুন এই ফেসপ্যাক।

গ্রীষ্মের রোদে বেরিয়ে মানুষের ত্বকের বারোটা বেজে যাওয়ার অবস্থা। সবাই যে সানস্ক্রিন মাখেন তাও নয়। এই অবস্থায় রোদে বেরনোর ফলে অতিবেগুনি রশ্মির প্রভাবে ত্বকে ইনফ্লেমেশন, দাগছোপ, ট্যানের আস্তরণ পড়তে দেখা যায়। ঘরোয়া উপায়ে এই সমস্ত সমস্যা থেকে ত্বককে মুক্তি দিতে চাইলে ও কাঁচের মতো গ্লো পেতে চাইলে তৈরি করে ব্যবহার করতে পারেন নিম্নলিখিত ফেসপ্যাকগুলি। নিম্নে ধাপে ধাপে সবটা বর্ণনা করা হল।

টকদই ও টমেটোর প্যাক:

টকদই ও টমেটোরের মিশ্রণে প্রস্তুত প্যাক মানব ত্বকের জন্য খুবই কাজের। টমেটো ও টকদই ব্যবহার করে যদি প্যাক বানানো যায় তাহলে ত্বক খুব উপকৃত হবে। টমেটো ত্বকের উপকার করার অন্যতম কারণ হল এর মধ্যে উপস্থিত থাকা ভিটামিন ‘বি’ ও ‘সি’।

বানানোর ও ব্যবহার করার প্রক্রিয়া:

প্রথমে একটি পাত্রে ভালো টমেটো নিয়ে সেটার নির্যাস বের করে নিতে হবে। এই নির্যাসের সঙ্গে দই মেশাতে হবে। এই প্যাক মুখে বা দেহে লাগিয়ে ১৫ মিনিটের মতো রেখে দিতে হবে। তারপরে ঠান্ডা জলের সাহায্যে ধুয়ে ফেলতে হবে। এরপর কেউ চাইলে মশ্চারাইজার ব্যবহার করতে পারে।

টকদই ও মধুর ফেসপ্যাক:

টকদই ও মধু ব্যবহার করে ফেসপ্যাক তৈরি করে ব্যবহার করলে তা ত্বকের উপকার করে। ব্রণর সমস্যা মেটানোর ক্ষেত্রে এটি কার্যকরী ভূমিকা পালন করে। টকদইয়ের মধ্যে রয়েছে ল্যাকটিক অ্যাসিড ও ভিটামিন সি। এই দুই পুষ্টি উপাদান ত্বককে ব্রণর সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে। আবার মধুর মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটোরি উপাদান রয়েছে। যার ফলে ত্বকের ফোলাভাব ও লালভাবের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। মধু ও দই একত্রে ত্বকের দাগ মেটায় ও ত্বক ফর্সা করে।

বানানোর ও ব্যবহার করার প্রক্রিয়া:

একটি পাত্র নিয়ে সেই পাত্রে টকদই (১ চামচ) ও মধু (২ চামচ) মেশাতে হবে। এই ফেসপ্যাক লাগিয়ে মিনিট কুড়ির মতো রেখে দিতে হবে। সবশেষে ঠান্ডা জল প্রয়োগ করে ধুয়ে নিতে হবে।