ত্বক হবে উজ্জ্বল ও দুধের মত ফর্সা, বাড়িতে বানিয়ে মেখে ফেলুন এই ফেসপ্যাক

বাড়িতে প্রস্তুত করা এই ক্রিম মুখে লাগিয়ে ৫ মিনিটের মতো রেখে দিতে হবে।

বর্তমানে সবারই মাখনের মতো স্মুথ যথা টানটান ত্বকের চাহিদা রয়েছে। কিন্তু কাজের চাপের মাঝে ত্বকের যত্ন আর নেওয়া হয় না। রান্না ঘরের আঁচে কিংবা সূর্যের তাপে ত্বকের অবস্থা প্রশ্নের মুখে দাঁড়িয়ে যায়। এই অবস্থায় বিয়েবাড়ি, কোনো অনুষ্ঠান বা উৎসব আসন্ন হলে কেমিক্যালজাত প্রোডাক্ট ব্যবহার করে ত্বকের জেল্লা ফেরানোর চেষ্টা করেও অনেক সময় ভালো ফল পাওয়া যায় না। আপনাকেও যদি এই ধরণের পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে, আর চিন্তা করার দরকার নেই। কারণ, এই প্রতিবেদনে আনা হয়েছে এক বিশেষ ক্রিমের ফর্মুলা। যা ধাপে ধাপে অনুসরণ করলে ও নিয়মিতরূপে সঠিক পদ্ধতিতে ব্যবহার করলে কিছুদিনের মাথায় ত্বকের ঔজ্জ্বল্য ফিরে আসতে দেখা যাবে।

কীভাবে প্যাকটি বানাবেন?
১. প্রথমে ভালো ডাভ সাবান কিনে আনতে হবে। তারপরে সেটিকে ভালো করে গ্রেট করে একটি পাত্রে তুলে রাখতে হবে।
২. একটি কাপে চাল নিয়ে জলে ভিজিয়ে রাখতে হবে। প্রায় ১০-১২ ঘন্টার মতো চালগুলোকে জলে ডুবিয়ে রাখতে হবে।

৩. পরে সেই চাল ভেজানো জল গ্যাস উনুনে চাপানো একটি পাত্রে রেখে গরম করে নিতে হবে।
৪. এই অবস্থাতেই গরম জলে গ্রেট করা ডাভ সাবান ধীরে ধীরে যোগ করে ক্রমাগত নাড়াতে থাকতে হবে এবং ভালো করে মিশিয়ে নিতে হবে।
৫. এর মধ্যেই একে একে কফি পাউডার, বেসন, অ্যালোভেরা জেল, কর্নফ্লাওয়ার যোগ করতে হবে।
৬. সবটা ভালো করে মেশানো হয়ে গেলে দেখা যাবে থকথকে ক্রিমের মতো একটা গাঢ় মিশ্রণ তৈরি হয়েছে। এই বিশেষ মিশ্রণযুক্ত ক্রিমটি ঠাণ্ডা করতে হবে ও একটি কৌটোতে তুলে রাখতে হবে।
৭. এই ক্রিম একবারই ব্যবহার করে শেষ করার নয়। পরবর্তীকালে নিয়মিতভাবে ব্যবহার করতে হবে।

ক্রিমটি ব্যবহার করবেন কীভাবে?

১. বাড়িতে প্রস্তুত করা এই ক্রিম মুখে লাগিয়ে ৫ মিনিটের মতো রেখে দিতে হবে।
২. পাঁচ মিনিট পার হয়ে গেলে ঠাণ্ডা জল প্রয়োগ করে ধুয়ে নিতে হবে।

কিছু কথা:
প্রত্যেকটি সঠিক পরিমাণে সঠিক উপায়ে ব্যবহার করতে হবে। কোনো একটি উপাদানের পরিমাণ বা পদ্ধতিতে গন্ডগোল হলেই আর আশানুরূপ ফল পাওয়া যাবে না।

[Disclaimer: প্রতিবেদনে একাধিক উপাদানের কথা উল্লেখ করা হয়েছে। উল্লিখিত উপাদানগুলোকে কেন্দ্র করে কারোর কোনো এলার্জি থাকলে, এই প্যাক তৈরি করা থেকে তাঁদের বিরত থাকা উচিত অথবা ডাক্তারের পরামর্শ নেওয়া।]