Watermelon Cultivation Tips: জমি ছাড়াই, বাড়ির ছাদেই খুব সহজে চাষ করুন তরমুজ, শিখে নিন বিশেষ পদ্ধতি

তরমুজের মরসুম শুরু হওয়ার দুই থেকে তিন সপ্তাহ আগে বীজ রোপন করার আদর্শ সময়। মাটি কমপক্ষে 65 ° ফারেনহাইট কিংবা 18°C থাকতে হবে।

Watermelon Cultivation Tips: তীব্র গরমে এক টুকরো তরমুজ আমাদের শরীর ও মনকে একমাত্র স্বস্তি দিতে বাধ্য। জলের পরিবর্তে অনেকেই খায় তরমুজ। যেমন দেখতে তেমনই খেয়ে আছে শান্তি। এই ফল যেমন আমাদের দেহে জলের ঘাটতি কমিয়ে দেয়, তেমনি আমাদের দেহকে হাইড্রেট রাখতে সাহায্য করে। আজকের প্রতিবেদনে আমরা আপনাদের জানাবো কিভাবে সহজ উপায় অবলম্বন করে বাড়িতেই আপনারা তরমুজ চাষ করবেন এবং কখন তরমুজ চাষ করবেন পাশাপাশি তরমুজ চাষ করতে কি কি প্রয়োজন সবকিছু।

Watermelon Cultivation Tips:

Watermelon Cultivation Tips

প্রথমেই জেনে নেওয়া যাক কোন কোন সময়ে তরমুজের বীজ মাটিতে রোপন করার সঠিক সময় –

তরমুজের মরসুম শুরু হওয়ার দুই থেকে তিন সপ্তাহ আগে বীজ রোপন করার আদর্শ সময়। মাটি কমপক্ষে 65 ° ফারেনহাইট কিংবা 18°C থাকতে হবে।

এখানে ক্লিক করে পড়ুন 👇

জমি ছাড়াই বস্তার মধ্যে ১২ মাস চাষ করুন শসা, ফলন হবে বাম্পার, শিখে নিন পদ্ধতি

কি ধরণের সার ব্যবহার করবেন –

রোপণের আগে মাটিতে কম্পোস্ট সামুদ্রিক শৈবাল বা পুরানো সার যোগ করুন। সাথেই সবজির অংশ, ফলের খোসা, পটাস, ফসফরাস এই ধরণের বিভিন্ন সার।

কি মাটি ব্যবহার করবেন –

Watermelon Cultivation Tips

মাটির উন্নতি এবং রোপণের জন্য দরকার সঠিক মাটি প্রস্তুত করা। দোআঁশ, মাঝারি বালুকাময়, সুনিষ্কাশিত মাটি তরমুজের জন্য আদর্শ মাটি বলে পরিগণিত হয়। মাটি অত্যধিক কাদামাটি এবং খারাপভাবে নিষ্কাশন করা হলে তরমুজ গাছ ভালো হয় না। তা কদিনের মধ্যেই পচন ধরবে।

Watermelon Cultivation Tips:

Watermelon Cultivation Tips

কিভাবে চারা রোপন করবেন –

তরমুজের চারা রোপণ করার সময় তাদের যত্ন সহকারে পরিচর্চা করুন। তরমুজ গাছের শিকড় অত্যন্ত সূক্ষ্ম হয় তার জন্য মাচা বেঁধে দেওয়া উচিত। এমন জায়গায় রাখবেন যাতে মানুষের আনাগোনা কম থাকে। পোকামাকড়ের উপদ্রব রোধ করতে চারা রোপণের পর গাছের ওপর সারিবদ্ধ আবরণ দিতে হবে।

Watermelon Cultivation Tips Video:

তরমুজ গাছের যত্ন –

১) তরমুজ গাছ যাতে ভালো করে বেড়ে উঠতে পারে তার জন্য তাদের সম্পূর্ণ আলো প্রয়োজন।

২) গরম জলবায়ু হলে গাছপালাকে আংশিক ছায়ায় রাখতে পারেন।

৩) সূর্যের আলো বেশি করে পেলেই এই তরমুজ গুলি হবে চিনির মতো মিষ্টি।

৪) গাছ একটু বড়ো হলেই মাচা বেঁধে দেবেন গাছ হবে খুব সুন্দর।