গাছের গোড়ায় বাসি ভাত দিলে যা ঘটবে

বাসি ভাত গাছের ভালো ফলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এমনকি এটি গাছকে পোকামাকড় ও ছত্রাকের আক্রমণ থেকেও বাঁচাতে পারে।

প্রায় প্রত্যেক বাড়িতেই আগের দিনের কিছু ভাত অবশিষ্ট থেকে যায়। এটি বাঙালির ঘরে ‘বাসি ভাত’ বা ‘পান্তা ভাত’ নামে পরিচিত। কেউ এটি পরের দিন খেয়ে নেন, কেউ আবার ফেলে দেন। অনেকেই জানেন না, বাসি ভাত গাছের ভালো ফলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এমনকি এটি গাছকে পোকামাকড় ও ছত্রাকের আক্রমণ থেকেও বাঁচাতে পারে। কীভাবে? জানতে হলে দেরি না করে এই প্রতিবেদনটি চট করে পড়ে ফেলতে হবে।

কীভাবে বাসি ভাত গাছের উপকারে ব্যবহার করবেন?

১. প্রথমে একটি পাত্রে বেশ অনেকটা জল নিতে হবে।
২. এরপরে ওই পাত্রে বাসি ভাত যোগ করতে হবে।
৩. ভাত ও জল ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে।
৪. এরপর এতে যোগ করতে হবে রসুন। গোটা রসুন ব্যবহার করা যাবে না, রসুনের ১২টি কোয়া নিয়ে থেঁতলে ভাত ও জলের মিশ্রণে যোগ করতে হবে।
৫. সঙ্গে যোগ করতে হবে অল্প গুড়ও (১-২ চামচ)।

৬. এই পাত্রটিকে একটি প্লাস্টিক দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে। এই অবস্থায় পাত্রটিকে ৩-৪ দিনের মতো রেখে দিতে হবে।
৭. মোটামুটি ৪ দিন পরে প্লাস্টিক উঠিয়ে এতে ছত্রাকনাশক মেশাতে হবে। এটা মেশালে ফাঙ্গাসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।

মিশ্রণটি কীভাবে ব্যবহার করতে হবে?

১. এই মিশ্রণটিকে গাছের গোড়ায় খুব পরিপাটি করে ব্যবহার করতে হবে।
২. প্রথমে গাছের গোড়ার কাছে অবস্থিত মাটি খুঁড়ে তুলতে হবে। এই মাটিতে প্রথমে ভাত ছড়াতে হবে।
৩. তারপরে ভাতগুলোকে মাটি দিয়ে চাপা দিয়ে দিতে হবে।
৪. এই মাটির উপরে এবার মিশ্রণটি স্প্রে করে দিতে হবে।
৫. এই কাজটি একনাগাড়ে ৭ দিন করতে হবে।
৬. পুরো প্রক্রিয়াটি সঠিকভাবে মেনে চললে গাছটিকে পোকামাকড় ও ছত্রাকের সমস্যা থেকে দূরে রাখা সম্ভব হবে।

দেখুন ভিডিও :