মাত্র 36 সেকেন্ডে 100 থেকে 1 পর্যন্ত গুণে রেকর্ড গড়ল বাংলার এই খুদে! একরত্তির প্রতিভা দেখে হতভম্ব স্বয়ং মহারাজ
সৌরভেট অনুমতিতে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে নিমিষেই বলে দিলো 100 থেকে 1 পর্যন্ত উল্টো সংখ্যা। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে নিজের প্রতিভা দেখিয়ে মন জয় করে নিয়েছে নেটিজেনদের

Dadagiri Unlimited: আবারো আসছে ‘দাদাগিরি আনলিমিটেড’ (Dadagiri Unlimited) সিজন ১০। এই কিছুদিন আগের থেকেই সংবাদ মাধ্যমে ঘুরপাক খাচ্ছিলো এই খবর। পরেই সত্য করে জি বাংলার তরফ থেকে আবারো দাদাগিরির নতুন সিজনের প্রমো সামনে এসেছে। ইতিমধ্যেই ‘দাদাগিরি’ (Dadagiri)-র সেট থেকে ছবি শেয়ার করেছেন সকলের প্রিয় দাদা সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। এবারও ফের সঞ্চালনার দায়িত্ব পালন করছেন তিনি। 2009 থেকে শুরু করে মোট নয়টি সিজন পার করে নিয়েছে দাদাগিরি আনলিমিটেড।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, দাদাগিরির মঞ্চে নিজের কেরামতি দেখাতে এসেছেন এক ক্ষুদে বালক। আপনাদের জানিয়ে রাখি ভিডিওটি কিন্তু কয়েক সিজন আগের। তবে সোশ্যাল মিডিয়ার কাজই তো অজানা ও পুরোনো জিনিষকে নতুন করে পেশ করা। যথারীতি সেই কাজ করেছে সোশ্যাল মাধ্যম। কেরামতি দেখাতে এসেছেন বছর কয়েকের এই ক্ষুদে। পরনে অতি সাধারণ বক্স প্যাটার্নের শার্ট। স্বভাব অত্যন্ত ধীর স্থির। এতটুকু বয়সেই এত প্রতিভা। সৌরভ স্ক্রিনে বিশ্বের বিভিন্ন দেশের পতাকা দেখানো মাত্রই চিনে ফেলেছে।
এখানেই কেরামতির শেষ নয় বিস্বয় বালকের। সৌরভেট অনুমতিতে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে নিমিষেই বলে দিলো 100 থেকে 1 পর্যন্ত উল্টো সংখ্যা। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে নিজের প্রতিভা দেখিয়ে মন জয় করে নিয়েছে নেটিজেনদের। ওঁর কথা অনুযায়ী 7 সেকেন্ডে A থেকে Z পর্যন্ত এবং 51 সেকেন্ডে 100 থেকে 1 পর্যন্ত শেষ করে রেকর্ড গড়েছে সে। আর সেই সাথেই 1 মিনিটে 138 টি দেশের ফ্ল্যাগ চিনে আন্তর্জাতিক রেকর্ডও করেছে সে। তবে দাদাগিরির মঞ্চে দাঁড়িয়ে A থেকে Z পর্যন্ত শেষ করতে সময় নিয়েছে মাত্র 3 সেকেন্ডে। আর 36 সেকেন্ডেই শেষ 100 থেকে 1।
Dadagiri Unlimited:
উল্লেখ্য বর্তমানে সস্ত্রীক সৌরভ আছেন মেয়ের কাছে লন্ডনে। আগামী ২৩সে সেপ্টেম্বর তাদের কলকাতা ফেরার কথা আছে। সানা সদ্য গ্রাডুয়েশন পাশ করেছে। যার ফলে মেয়ের খুশিতে সামিল হতে তারাও চলে গেছে লন্ডনে। ফিরেই দাদাগিরির নতুন এপিসোডের শুটিং শুরু হবে। সাথেই বিশ্বকাপের ম্যাচের দায়িত্ব সামলাবেন এবার সৌরভ। তাই মহারাজের উপরে কাজের চাপ কম নেই।