দুর্দান্ত বেলি ড্যান্স করে তাকে লাগাল খুদে বিড়াল, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
একদম প্রফেশনাল বেলি ডান্সারদের মতো কোমরে কোমরবন্ধনী পরে অসাধারণ বেলি ডান্স প্রদর্শন করল ধূসর রঙের বিড়ালটি।

সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত অনেককিছু ভাইরাল হচ্ছে। এই মাধ্যমের দৌলতে নানান ধরণের ফটো ও ভিডিও দেখার সুযোগ পাওয়া যাচ্ছে। এই ফটো ও ভিডিওগুলোর দৌলতে পৃথিবীর বিভিন্ন স্থানের সৌন্দর্য্য, বিভিন্ন রকমের খবর ও নানান অদেখা দৃশ্য দেখার সুযোগ পাওয়া যাচ্ছে। উপযুক্ত নেট ও সঠিক প্রযুক্তি পেলেই চার দেওয়ালের মধ্যে থেকে পুরো দুনিয়ার সফর করা সম্ভব হচ্ছে।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে নানান মজার, জ্ঞানমূলক, বিনোদনমূলক নানান ধরণের ভিডিওর দেখতে পাওয়া যায়। এই ভিডিওগুলোর মাঝে বিড়ালের ভিডিও বিপুল পরিমাণে রয়েছে। সোশ্যাল মিডিয়া খুললেই বিড়ালের নানান কাণ্ডকারখানার ভিডিও চোখে পড়ে। কোনো ভিডিওতে বিড়ালকে অপর বিড়ালের সঙ্গে মারপিট করতে দেখা যায়। আবার কোনো ভিডিওতে মালিকের সন্তানকে বাঁচানোর স্বার্থে কুকুরের সঙ্গেও পাঙ্গা নিতে দেখা যায়। বিড়ালের দুষ্টু মিষ্টি এক্সপ্রেশন বিশিষ্ট ভিডিও তো হামেশাই দেখতে পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। কিছু ক্ষেত্রে আবার মালিকদেরই বিড়ালদেরকে নিয়ে নানান রকমের কাজে ব্যস্ত থাকতে দেখা যায়।
সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল (Cat Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রচলিত কথা আছে, যাদের পোষ্য হিসাবে বিড়াল আছে, তাঁরা কখনও একঘেয়েমি অনুভব করে না। কখনও বিড়াল তাঁদের মনোরঞ্জন করে, আবার কখনও তাঁরাই বিড়ালকে মনোরঞ্জনের হাতিয়ার বানিয়ে নেয়। ভাইরাল ভিডিওতে এক ব্যক্তিকে তাঁর বিড়ালের সঙ্গে বেলি ডান্সে মত্ত থাকতে দেখা যায়। হ্যাঁ ঠিকই শুনলেন, বিড়াল করল বেলি ডান্স। একদম প্রফেশনাল বেলি ডান্সারদের মতো কোমরে কোমরবন্ধনী পরে অসাধারণ বেলি ডান্স প্রদর্শন করল ধূসর রঙের বিড়ালটি। বিড়ালের মালিকটি মূলত বিড়ালের হাত ধরে তাকে নাচানোর চেষ্টা করে। গোল গোল চোখ পাকিয়ে বিড়ালটি দুর্দান্ত এক্সপ্রেশন দেয় নাচার সময়ে।
ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘মোচি দ্য ক্যাট’ (Mochi The Cat) নামক একটি ইনস্টাগ্রাম আইডি থেকে। ভিডিওটি দর্শকদের খুব ভালো লেগেছে। ফলস্বরূপ, ভিডিওটির লাইকের সংখ্যা ২ লক্ষ ছাড়িয়ে গেছে।