গরুর সঙ্গে খেলায় মাতলেন খুদে বালক, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

শিশুটি গরুটির ঘাড়ে চড়ে বসলেও, গরুটির উপরে চেপে শুয়ে গেলেও, গরুটিকে একবারের জন্যও বিরক্ত হতে দেখা যায়নি।

নেট জগতে নানান রকমের ভিডিও দেখতে পাওয়া যায়। পোষ্য প্রাণীদের ভিডিও, বন্য জন্তুদের ভিডিওতে ভর্তি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো। নাচ ও গানের ভিডিও তো হামেশাই দেখতে পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। তবে পশুপ্রেমী মানুষদের মনে পোষ্যদের ভিডিওর এক আলাদাই গুরুত্ব থাকতে দেখা যায়।

কিছু ভিডিও হিংসাত্মক প্রকৃতির হলেও, এমন বহু ভিডিও আছে যেগুলো দেখে মনে প্রশান্তির হাওয়া বয়ে যায়। ভিডিওগুলোতে থাকে এমন কিছু দৃশ্য থাকে যা দেখে অশান্ত মনও শান্ত হয়ে যায়। নিশ্চিতরূপে ওই ভিডিওগুলো মন ছুঁয়ে যাওয়ার মতো হয়। ফলস্বরূপ, দৃশ্যগুলোর সাক্ষী হওয়ার ইচ্ছায় ভিডিওগুলোতে ভিউয়ের সংখ্যা বাড়তে দেখা যায়। ভিডিওগুলো ভালো লেগে গেলে লাইক ও মন্তব্যের সংখ্যাও বাড়তে দেখা যায়। ফলে অনেক সময়েই ভিডিওগুলো ভাইরাল হয়ে যেতে দেখা যায়।

সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেটি দেখে আবেগপ্রবণ হয়ে গেছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। ভিডিওটিতে এক শিশু ও এক গরুর সুন্দর বন্ধন ফুটে উঠতে দেখা যায়। ভিডিওটিতে এক গরুকে মেঝেতে পা মুড়ে বসে থাকতে দেখা যায়। এই গরুর সঙ্গেই নীল রঙের হাফ প্যান্ট ও টিশার্ট পরিহিত অবস্থায় এক শিশুকে খেলতে ব্যস্ত থাকতে দেখা যায়।

অবলা প্রাণীটির সঙ্গে শিশুটিকে অবলীলায় খেলতে মত্ত থাকতে দেখা যায়। শিশুটি গরুটির ঘাড়ে চড়ে বসলেও, গরুটির উপরে চেপে শুয়ে গেলেও, গরুটিকে একবারের জন্যও বিরক্ত হতে দেখা যায়নি। একবারের জন্যেও গরুটি শিশুটিকে ঠেলে ফেলে দেয়নি। এই দৃশ্য দেখে মনে হয়, যেন বাচ্চাটি গরুটির সঙ্গে খুনসুটি করছে এবং গরুটি একজন মায়ের মতো তাঁর বাচ্চার দুষ্টুমি সহ্য করছে। এই ভিডিওটি অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহাকারীরই ভালো লেগেছে। গরুর ও শিশুর এই মেলবন্ধন দেখে মুগ্ধ হয়ে গেছেন বহু নেটিজেন।