সবুজ পকৃতির মাঝে “ময়না ছলাৎ ছলাৎ” গানে দুর্দান্ত নাচ খুদে কন্যার, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
খোলা আকাশের নিচে পার্কের সবুজ মাঠের মাঝে কালো পিচ রাস্তায় জনপ্রিয় বাংলা গানে নৃত্য পরিবেশন করতে দেখা গেছে।

অফুরন্ত বিনোদনের সম্ভার সোশ্যাল মিডিয়া। বর্তমানে একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে। এই প্ল্যাটফর্মগুলোতে দীর্ঘ ভিডিও সহ নানা রকমের শর্ট ভিডিও দেখতে পাওয়া যায়। ভিডিওগুলো দেখে অনায়াসে অবসর সময় কেটে যায় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের। বিনোদনের অফুরন্ত ভাণ্ডার হওয়া ছাড়াও প্রতিভা প্রচারের শেষ ঠিকানাও এই সোশ্যাল মিডিয়াই।
আট থেকে আশি নানান বয়সের মানুষকে সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতিভার প্রচার করতে দেখা যায়। প্রতিভা প্রদর্শনে দক্ষতা অর্জন করে ও প্রচার করার সঠিক জ্ঞান আহরণ করে অনেক প্রতিভাধারী শিল্পী বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেদের প্রতিভা সারা বিশ্বের মানুষের কাছে তুলে ধরতে পেরেছেন। ভাষার বেড়াজাল অতিক্রম করে বর্তমানে বহু প্রতিভাধারী শিল্পীদের ভিডিও দূরদূরান্তে ছড়িয়ে পড়তে দেখা গেছে। এর ফলে বহু সাধারণ মানুষও আজকাল অসাধারণ প্রতিভার দৌলতে খ্যাতি অর্জন করার সুযোগ পেয়েছেন।
সম্প্রতি এক খুদে কন্যার নাচের ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হতে দেখা গেছে। ভিডিওটিতে এক ছোট্ট বাচ্চা মেয়েকে খোলা আকাশের নিচে পার্কের সবুজ মাঠের মাঝে কালো পিচ রাস্তায় জনপ্রিয় বাংলা গানে নৃত্য পরিবেশন করতে দেখা গেছে। ব্যাকগ্রাউন্ডে বাজতে শোনা যায় ‘ময়না ছলাৎ ছলাৎ চলে রে’ গান এবং সেই গানেতেই খুদে কন্যাকে লাল রঙের শাড়ি ও কালো রঙের ব্লাউজ পরিহিত অবস্থায় খুবই সুন্দরভাবে নৃত্য প্রদর্শন করতে দেখা গেছে। পায়ে পায়েল ও মাথায় পরিপাটি করে খোঁপা করে সেই খোঁপায় রঙিন ফুল পরিহিত অবস্থায় মেয়েটিকে খুবই মিষ্টি লাগছিল দেখতে।
ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘সুমতি মন্ডল’স ডান্স স্টুডিও’ (Sumati Mandal’s Dance Studio) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওটির ভিউয়ার্সের সংখ্যা ১.৪ কোটি ছাড়িয়ে গেছে এবং লাইকের সংখ্যা ৩৮ হাজার অতিক্রম করে গেছে।