বাড়ির উঠোনে ‘টুম্পা সোনা’ গানের তালে দুর্দান্ত নাচ খুদে কন্যার, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
বাড়ির উঠোনে 'টুম্পা সোনা' (Tumpa Sona) গানেতে অসাধারণ অঙ্গিভঙ্গি সহকারে ডান্স করতে দেখা যায়।

অবসর সময় কাটানোর দুর্দান্ত ঠিকানা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। মাত্র এক ক্লিকেই পৌঁছানো সম্ভব বিনোদনের অজানা জগতে। এই প্ল্যাটফর্মগুলোতে খুব সহজেই মনোরঞ্জন করা যায়। গল্প পড়ে, হাসির মিম দেখে, নাচ বা গান শুনে খুব সহজেই অবসর সময় কাটানো যায় সোশ্যাল মিডিয়ায়। তবে এই সোশ্যাল মিডিয়ার উপকারিতা শুধুমাত্র বিনোদন প্রদান পর্যন্তই সীমাবদ্ধ নেই। এই প্ল্যাটফর্মকে সঠিকভাবে ব্যবহার করে অর্থ উপার্জনও করা যায়।
সোশ্যাল মিডিয়ার হাত ধরে বহু শিল্পী আজ বিশ্বের সামনে নিজেকে তুলে ধরতে পেরেছেন, নিজের প্রতিভাকে মেলে ধরতে পেরেছেন। দর্শকদের সামনে আসার জন্য আজকাল আর সবাইকে কোন নির্দিষ্ট সংস্থার অধীনে থাকতে হয় না। দক্ষতা সম্পন্ন প্রতিভা ও সেই প্রতিভাকে প্রতিস্থাপন করার সঠিক পরিকল্পনা থাকলেই খুব সহজে শিল্পীরা বর্তমানে পুরো দুনিয়ার সামনে নিজের প্রতিভা পেশ করার সুযোগ পাচ্ছেন।
সম্প্রতি এমনই এক শিল্পীর ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই শিল্পী কিন্তু কোনো প্রাপ্তবয়স্ক শিল্পী নয়, মিষ্টি মুখ বিশিষ্ট এক ছোট্ট কন্যা। এই নৃত্যশিল্পীর মুখেও যেমন মিষ্টতা রয়েছে, তেমন নামেও মিষ্টিভাব লুকিয়ে রয়েছে। ভিডিওটিতে দৃশ্যমান খুদে কন্যার নাম হল মিষ্টু। এই মিষ্টুকে সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেল ‘মিষ্টু কুইন’ (Mistu Queen) থেকে একটি ভিডিও পোস্ট করতে দেখা গেছে।
ভিডিওটিতে মিষ্টুকে ফ্লোরাল প্রিন্টের কারুকার্যযুক্ত গোলাপি রঙের ব্লাউজ ও সাদা রঙের স্কার্ট পরিহিত অবস্থায় বাড়ির উঠোনে ‘টুম্পা সোনা’ (Tumpa Sona) গানেতে অসাধারণ অঙ্গিভঙ্গি সহকারে ডান্স করতে দেখা যায়। এই ভিডিও দর্শকদের খুব পছন্দ হওয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যেতে দেখা যায়। ভিডিওটির প্রায় ৩.৮ মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন এবং প্রায় ১২ হাজার মানুষ পছন্দ করেছেন।