মালিকের ওপর চেপে মহানন্দে খেলা করছে বাচ্চা হাতি, ভাইরাল ভিডিও
বিভিন্ন পশু পাখিদের বিভিন্ন রকম ভিডিও সোশ্যাল মাধ্যমে ভাইরাল হলেও এ ধরনের হাতির ভিডিও আগে কেউ কখনো চাক্ষুষ করেনি।

বর্তমানে সোশ্যাল মিডিয়ার পাতায় প্রতিনিয়তই মানুষের পাশাপাশি ভাইরাল হয়ে চলেছে বিভিন্ন পশুপাখিদের ভিডিও। এমনকি কিছু কিছু পশু পাখিদের ভিডিও ভাইরাল হচ্ছে মানুষের চাইতেও বেশি। আর নিঃসন্দেহে এ ধরনের ভিডিওগুলি বর্তমানে সোশ্যাল বাসীদেরকে আনন্দের একটি অন্যতম রসদ জোগাচ্ছে। কোনো কোনো ভিডিওতে দেখা যাচ্ছে কেউ বিশালাকার সাপকে নিয়ে খেলা করছে আবার কেউ বাঘের সাথে দৌড় প্রতিযোগিতা করছে। আবার কখনো চোখে পরছে হাঁস ম্যারাথনে দৌড়াচ্ছে।
এ ধরনের বহু ভিডিও সমস্ত সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যা একবার দেখা শুরু করলে হয়তো শেষ হওয়ার নাম নেবে না। তবে সম্প্রতি একটি ভাইরাল ভিডিও দেখে রীতিমতো চোখ কপালে উঠলো সকলের। এমনকি ভিডিওটিকে দেখলে অবাক হবেন স্বয়ং আপনিও। সাধারণত এধরনের ভিডিও সচরাচর চোখে পরে না। যা দেখার একমাত্র মাধ্যম হলো সোশ্যাল মিডিয়া। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি লোকের সাথে একটি হাতির শিশুর মজার মজার কান্ড কীর্তি।
সাধারণত প্রাণীকুলের সবচেয়ে ভারী একটি প্রাণী হলো হাতি। এর আগে বিভিন্ন পশু পাখিদের বিভিন্ন রকম ভিডিও সোশ্যাল মাধ্যমে ভাইরাল হলেও এ ধরনের হাতির ভিডিও আগে কেউ কখনো চাক্ষুষ করেনি। যার কারণে এই ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হয়ে চলেছে সমস্ত নেট দুনিয়া জুড়ে। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি বাচ্চা হাতির সাথে খেলা করছে এক যুবক। সম্ভবত ওই যুবক সেঈ হাতিটির মালিক। ভিডিওটির শুরুতে দেখা যাচ্ছে একটি রেলিং দিয়ে ঘেরা জায়গার মধ্যে একটি বড় হাতি ও একটি বাচ্চা হাতি ঘোরাফেরা করছে। তারপর সেখানে সেই যুবক প্রবেশ করলে বাচ্চা হাতিটি অত্যন্ত খুশি হয়ে ওঠে।
এরপর ওই যুবক বাচ্চা হাতিটিকে জড়িয়ে ধরে মাটিতে শুয়ে পরে। এমনকি হাতিটিও ওই যুবকের সান্নিধ্য পেয়ে অত্যন্ত খুশি হয়ে ওঠে। সে অনেকক্ষণ ওই যুবকের উপর উঠে খেলাধুলা করে। এমনকি হাতিটিকে কয়েকবার খাইয়ে দিতেও দেখা যায় ভিডিওটিতে। হাতিটিও খাবার খেয়ে আবার শুয়ে পরে ওই যুবকের সাথে। ‘Plaimam Channel’ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে বছরখানেক আগে আপলোড করা হয় এই ভিডিওটি। যা বর্তমানে দেখে ফেলেছে প্রায় ৫২ লক্ষের বেশি মানুষ।