এক ধাক্কায় ৮৩ টাকা কমে গেল রান্নার গ্যাসের দাম, জানুন কলকাতায় LPG সিলিন্ডারের নতুন রেট
জুন মাসের ১লা তারিখ থেকে দিল্লিতে ১৯ কেজি ওজন বিশিষ্ট গ্যাস সিলিন্ডারের দাম ১৭৭৩ টাকা হয়ে গেছে। মুম্বাইতে এই গ্যাস সিলিন্ডারের দাম হয়ে গেছে ১৭২৫ টাকা।

জুন মাসের প্রথম দিনেই প্রকাশ্যে গ্যাস সিলিন্ডারের মূল্য। এর দৌলতে জানা গেল ঘরোয়া রান্নার গ্যাসের দামও। যদিও ঘোষিত মূল্যে আম জনতার পকেটে চাপ মোটেই সরাসরি কমল না। প্রকাশিত তথ্য অনুযায়ী, গ্যাসের দাম ৮৩.৫০ টাকা হ্রাস করা হয়েছে। যদিও এই মূল্য হ্রাস করা হয়েছে ১৯ কেজি ওজন বিশিষ্ট বাণিজ্যিক সিলিন্ডারের উপর, গৃহস্থালির কাজে ব্যবহৃত সিলিন্ডারের উপর নয়।
ঘরোয়া গ্যাস সিলিন্ডাররের দাম জুন মাসেও অপরিবর্তিত থাকতে দেখা গেল। বিভিন্ন রকমের হোটেলে রান্নাবান্নার কাজে যে গ্যাস ব্যবহৃত হয়, সেগুলোর দাম ৮৩.৫০ টাকার মতো হ্রাস হয়েছে। এর ফলে কলকাতার মাটিতে পূর্বে যেখানে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম ১৯৬০.৫০ টাকা ছিল, সেখানে বর্তমানে মূল্য ১৮৭৫.৫০ টাকা হল।
জুন মাসের ১লা তারিখ থেকে দিল্লিতে ১৯ কেজি ওজন বিশিষ্ট গ্যাস সিলিন্ডারের দাম ১৭৭৩ টাকা হয়ে গেছে। মুম্বাইতে এই গ্যাস সিলিন্ডারের দাম হয়ে গেছে ১৭২৫ টাকা। পূর্বে মুম্বাইতে এর দাম ছিল ১৮০৮.০৫ টাকা। উল্লেখ্য, এই মূল্য হ্রাস জুনেই প্রথমবার হয়নি, গত দুই মাসেও বাণিজ্যিক সিলিন্ডারের দাম হ্রাস পেয়েছিল। যদিও এর আগে চলতি বছরে মার্চ মাসে ৩৫০ টাকার মতো মূল্য বেড়েছিল ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের।
গৃহস্থালির কাজে ব্যবহৃত গ্যাসের দামে জুনের শুরুতে পরিবর্তন পরিলক্ষিত হল না। ১৪.২ কেজি বিশিষ্ট ঘরোয়া গ্যাসের মূল্য এবারেও কলকাতার বুকে ১১২৯ টাকাই থেকে গেল। শেষবার মার্চ মাসে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছিল, যা ৫০ টাকার মতো ছিল। সেইবারে দাম বৃদ্ধির পর থেকে আর গৃহস্থের কাজে ব্যবহৃত সিলিন্ডারের মূল্য হ্রাস হতে দেখা যায়নি ।
ফলস্বরূপ, জুনে মাসে গৃহস্থের কাজে ব্যবহৃত গ্যাসের দাম দিল্লিতে, মুম্বাইয়ে, চেন্নাইয়ে, বেঙ্গালুরুতে, হায়দ্রাবাদে ও পাটনায় যথাক্রমে ১১০৩ টাকা, ১১১২.৫০ টাকা, ১১১৮.৫০ টাকা, ১০৫৫.৫০ টাকা, ১১৫৫ টাকা ও ১২০১ টাকা থাকতে দেখা গেল।