madhumita Sarcar: সিকুইন ড্রেসে নির্লজ্জের সমস্ত সীমা পার করলেন অভিনেত্রী মধুমিতা সরকার, ভাইরাল ছবি

একটি সিকুইন ড্রেসে ফটোশ্যুট করেছেন মধুমিতা সরকার (Madhumita Sarcar)। এই ড্রেসে চমৎকার দেখাচ্ছে তাঁকে। তাঁর কিলার এক্সপ্রেশনে কেড়েছেন ফ্যানেদের রাতের ঘুমও।

Madhumita Sarcar: মধুমিতা সরকার মানেই টলিপাড়ার সেরা সুন্দরীদের লিস্টে সবার প্রথমে। বর্তমান নায়িকার মধ্যে মধুমিতা তাঁর বোল্ড লুক কিংবা সহনশীল অভিনয় সবেতেই এগিয়ে আছে বাকিদের থেকে অনেকখানি। তাঁর এক একটি ফটোশ্যুট মুহূর্তে ভাইরাল হয় নেটপাড়ায়। অনেকেই বলেন, তাঁর ইনস্টাগ্রাম (Instagram) টাইমলাইনে একবার দেখলেই যেন আটকে যায় চোখ! ঠিক আবারো সকলের চোখ আটকে গেছে সম্প্রতি আপলোড একটি ভিডিওতে। যেখানে ফটোশুটের বিভিন্ন মুহুর্ত তুলে ধরা হয়েছে।

Madhumita Sarcar:

সম্প্রতি একটি সিকুইন ড্রেসে ফটোশ্যুট করেছেন মধুমিতা সরকার (Madhumita Sarcar)। এই ড্রেসে চমৎকার দেখাচ্ছে তাঁকে। তাঁর কিলার এক্সপ্রেশনে কেড়েছেন ফ্যানেদের রাতের ঘুমও। সিলভার সিকুইন ড্রেসে মধুমিতাকে এককথায় ‘মারকাটারি’ দেখাচ্ছিল। এই সিকুইন ড্রেসটি ছিল বডিফিট, তাই এটি তাঁর ফিগারকেও কমপ্লিমেন্ট দিয়েছে। হাইলাইট করেছে তাঁর কার্ভলাইনকে। সাথেই ডিপ নেক তার ফলে বক্ষ যুগল ক্যামেরায় ধরা দিয়েছে অনেকখানি।

Madhumita Sarcar:

Madhumita Sarcar

পাশাপাশি এই ড্রেসটি দুর্দান্তভাবে স্টাইলও করেছেন অভিনেত্রী। তাই তো মধুমিতার দিক থেকে নজর ফেরানোই দায়! শিমারি আইজ এবং ন্যুড গ্লসি লিপস ও ফেস মেকআপ রাখা হয়েছিল ন্যুড। সাড়ে তিন লক্ষের বেশি ভিউজ ছাড়িয়েছে। পঞ্চাশ হাজারের উপরে লাইক ও কমেন্ট এসেছে। কেউ লিখেছেন -‘হট ও সেক্সি’ তো কারোর মতে -‘ছোট পাখি আজ অনেক বড়ো হয়ে গেছে’।

Modhumita Sarcar Viral Video:

 

View this post on Instagram

 

A post shared by Madhumita Sarcar (@madhumita_sarcar)

২৮ বছরের অভিনেত্রী মধুমিতা সরকার এখন বর্তমান প্রজন্মের নতুন মুখ তা আলাদা করে বলার দরকার হবে না। ২০১৭ সালে বড় পর্দায় প্রথমবারের জন্য দেখা যায় তাঁকে। ২০১৫ সালে অভিনেতা সৌরভ চক্রবর্তীর সাথে তার বিয়ে হলেও ২০১৯ সালে ডিভোর্স হয়ে যায়। তার পর থেকে পুরোপুরি নিজেকে ‘সিঙ্গেল’ বলেই দাবি করেন তিনি। নিজের ক্যারিয়ারের দিকে মন দিলেও আর কোনোদিন প্রেম কিংবা বিয়ে করতে চান না মধুমিতা তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন। ইন্ডাস্ট্রির চিনি এখন ‘সেক্সিয়েস্ট ওমেন’ বললে খারাপ হবে না। উল্লেখ্য, তার শেষ সিনেমা ‘চিনি ২’ দর্শকদের মাঝে ব্যাপক সুনাম কুড়িয়েছে। বিশেষত মধুমিতার অভিনয় মন জয় করেছে সিনেমা প্রেমিকদের।