Viral Video: শুধুমাত্র বোতল দিয়ে দুর্দান্ত কায়দায় বড় মাছ ধরলেন যুবক, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
এক ব্যাক্তি অনেক গুলি প্লাস্টিকের বোতল জোগাড় করেছেন। সেগুলো কে মাছ ধরার উপযুক্ত করে তুলছে।

Viral Video: মাছ খেতে কে না ভালোবাসে। যে কোন দেশেই হোক বা যেকোনো ধরনের মানুষই হোক সকলেই মাছ ও মাছের তৈরি বিভিন্ন রেসিপি তৃপ্তির সাথে খেয়ে থাকে। অনেকেই বাণিজ্যিকভাবে মাছ চাষ করে থাকেন। চাষকৃত মাছ গুলো দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা যায়। যা থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। তবে বেশিরভাগ মানুষ জানেন না কিভাবে মাছ ধরতে হয়।
সম্প্রতি সেরকমই অসাধারণ একটি ভিডিও ভাইরাল হয়েছে ইউটিউবের মাধ্যমে। ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যাক্তি অনেক গুলি প্লাস্টিকের বোতল জোগাড় করেছেন। সেগুলো কে মাছ ধরার উপযুক্ত করে তুলছে। নানারকম কারুকার্য করে প্রথমে বোতল গুলো কেটে ফেলে একত্র করে দড়ি বেঁধেছে। তারপর ঐ ব্যক্তি বোতল গুলি নিয়ে একটি পুকুরে সঠিক স্থানে রেখে দিয়ে এসেছে।
Viral Video:
ওইভাবেই বোতল গুলিকে সারা রাত রেখে দেওয়ার পর যখন সকালবেলায় সে এবং আরেকজন বোতল গুলি আনতে গিয়েছে সেই বোতলের ভিতর দেখা যাচ্ছে অসংখ্য পুকুরের মাছ আটকে রয়েছে। বোতলের মধ্যে রাখা ছিল মাছের খাবার। সেই খাবার খেতে এসেই কার্যত ধরা দিয়েছে।
Viral Video:
‘Kadal Tv’ নামক ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছে। প্রতিবেদন রচনা পর্যন্ত ২,৫০,৪৪,৭৮৮ জন দর্শক দেখে নিয়েছে এই ভিডিও। ৬৮ হাজারের বেশি লাইক ও কমেন্ট করেছে। দুর্দান্ত এই ভিডিওটি দেখে সবাই খুব ভালো বলেছেন।