হয়ে গেল শেষ পর্বের শুটিং, বন্ধ হচ্ছে জনপ্রিয় ‘মিঠাই’ ধারাবাহিক, চোখে জল অনুরাগীদের

শেষ হতে চলেছে দীর্ঘ আড়াই বছরের যাত্রা। এই কথাটি বলা হচ্ছে জি বাংলা (Zee Bangla) চ্যানেলের 'মিঠাই' (Mithai) ধারাবাহিকের সফরকে কেন্দ্র করে।

শেষ হতে চলেছে দীর্ঘ আড়াই বছরের যাত্রা। এই কথাটি বলা হচ্ছে জি বাংলা (Zee Bangla) চ্যানেলের ‘মিঠাই’ (Mithai) ধারাবাহিকের সফরকে কেন্দ্র করে। একটানা বাহান্ন সপ্তাহ টিআরপি তালিকার শীর্ষস্থান অধিকার করার পরে সমাপ্তি ঘটতে চলেছে ‘মিঠাই’য়ের সফর। স্লট বদলানোর পরে অবশেষে শুনতে পাওয়া গেল ধারাবাহিকের অন্তিম শুটিংয়ের খবর।

‘মিঠাই’ ধারাবাহিকের অন্যতম মুখ্য চরিত্র ‘মিঠাই’। ধারাবাহিকে ‘মিঠাই’য়ের ভূমিকায় অভিনয় করেছেন সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)। তিনি গত সপ্তাহে বলেছিলেন যে, ‘মিঠাই’ ধারাবাহিকের অন্তিম শুটিং হবে বুধবারে তথা ৩১শে মে তারিখে এবং অন্তিম পর্বের শুটিং হবে মঙ্গল ও বুধবারে অর্থাৎ মে মাসের ৩০ ও ৩১ তারিখে। তাঁর কথা অনুযায়ীই ধারাবাহিকের অন্তিম পর্বের শুটিং গতকাল সম্পন্ন হল এবং দাঁড়ি পড়ল ‘মিঠাই’-এর দীর্ঘ সফরে।

‘মিঠাই’ ধারাবাহিক বন্ধ হওয়ার খবর প্রকাশ্যে আসার পরেই অন্তিম শুটিং-এর দিনে জনজোয়ার দেখা যায় ‘মিঠাই’য়ের শুটিং সেটে। অগুনিতক ভক্তদের উপস্থিতিতে নিদারুণ অভিজ্ঞতার সাক্ষী হলেন সৌমিতৃষা ও আদৃত। ভালোবাসা ও উপহারে উপচে পড়তে দেখা গেল ‘মিঠাই’য়ের সেট। এদিন আদৃত রায় ও সৌমিতৃষা কুণ্ডু ভক্তদের সঙ্গে একাধিক স্মৃতি ভাগ করে নিলেও শেষ দিনের শুটিং-এর ঝলক কেউ শেয়ার করেননি। এমনকি পর্বের কোনো দৃশ্যের উল্লেখও তাঁরা করেননি।

সফরের অন্তিম বেলায় অন্তরের আবেগ ধরা দিল ‘মিঠাই’ ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় প্রদর্শনকারী কলাকুশলীদের সোশ্যাল মিডিয়া ওয়ালে। একদিকে সৌমিতৃষা প্রথম দিনের স্ক্রিপ্ট ফেসবুক ওয়ালে পোস্ট করার মাধ্যমে তা ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন (জানা গেছে, উক্ত স্ক্রিপ্টটি লঞ্চিং প্রোমোর স্ক্রিপ্ট ছিল)। সেই ফটোর ক্যাপশনে ‘মিঠাই’ লেখেন, “শুরুটাই শুধু মনে থাক না হয়”। অপরদিকে আদৃতও ভেসে গেলেন আবেগের বন্যায়। তিনি একটি সাদা কাগজে ‘এন্ড অফ মিঠাই’ লিখে সেই লেখনীর উপরে ‘সিড’ ওরফে ‘সিদ্ধার্থ মোদক’-এর চশমা রেখে অন্তিম বিদায় জানালেন ‘মিঠাই’ ধারাবাহিককে।