‘দেবের পা চেটে প্রধানের নায়িকা’! কটাক্ষের মোক্ষম জবাব দিলেন ‘মিঠাই’ খ্যাত সৌমিতৃষা
সৌমিতৃষা কুণ্ডুর (Soumitrisha Kundu)। তাঁর বিরুদ্ধে নেটিজেনরা অভিযোগ তুলেছেন যে, তিনি নাকি "দেবের পা চেটে 'প্রধান'-এর নায়িকা হওয়ার সুযোগ পেয়েছেন"।

শুটিং শেষ হয়ে গেছে ‘মিঠাই’ ধারাবাহিককের। এই ধারাবাহিকের শুটিং শেষ হওয়ার সঙ্গেই খবরের শিরোনামে বিতর্কে নাম জড়াল ‘মিঠাই’ অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুর (Soumitrisha Kundu)। তাঁর বিরুদ্ধে নেটিজেনরা অভিযোগ তুলেছেন যে, তিনি নাকি “দেবের পা চেটে ‘প্রধান’-এর নায়িকা হওয়ার সুযোগ পেয়েছেন”। আর এই ইস্যুকে কেন্দ্র করে তোলপাড় হতে দেখা গেল সোশ্যাল মিডিয়া।
অন্তিম পর্বের শুটিং হয়ে গেল জি বাংলা চ্যানেলের (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ (Mithai)-এর। এই ধারাবাহিকের অন্তিম পর্বের শুটিংয়ের খবর ধারাবাহিকের মুখ্য চরিত্র ‘মিঠাই’ তথা সৌমিতৃষা আগের সপ্তাহতেই জানিয়ে দিয়েছিলেন। সেই অনুযায়ী, চলতি সপ্তাহে বুধবারে তথা ৩১শে মে তারিখে ভক্তদের ভালোবাসা ও উপহারের মাঝে ‘মিঠাই’ ধারাবাহিকের অন্তিম পর্বের অন্তিম দিনের শুটিং সম্পন্ন হয়।
এদিকে সৌমিতৃষা ‘প্রধান’-এর অংশ হওয়ার খবর ইতিমধ্যে সবাই জানেন। তিনি উক্ত সিনেমায় অভিনেতা দেবের বিপরীতে অভিনয় করতে চলেছেন, এ আর কারোর কাছে অজানা নয়। এর আগে ‘যমুনা ঢাকি’-এর শ্বেতা দেবের সঙ্গে সিনেমায় অভিনয় করার সুযোগ পেয়েছিলেন। এবার, এই সুযোগই চুম্বন দিল সৌমিতৃষার কপালে। দেবের বিপরীতে এবার সবার প্রিয় ‘মিঠাই’ অভিনয় করার সুযোগ পেয়েছেন। এই খবর প্রকাশ্যে আসার পরই খুশির পরিবেশ ভক্ত মহলে। তবে এরই মধ্যে শোনা গেল নিন্দুকদের ট্রোল সমন্বিত কটূ কথাও।
নেটিজেনদের কেউ সৌমিতৃষার উচ্চতা নিয়ে খিল্লি করলেন। আবার কেউ দাবি করলেন, “তেল দিয়ে অবশেষে দেবের নায়িকা হয়ে গেল সৌমিতৃষা”। একজন তো আবার এই বিষয়ে রুক্মিণীর নাম টেনে আনতেও ছাড়লেন না। এক নেটিজেনের প্রশ্ন, “এবার কি এক বিশেষ নায়িকার ভক্তরা চাইবে যে রুক্মিণীকে এড়িয়ে দেব এবার সেই বিশেষ নায়িকার সঙ্গে প্রেম করুক?” সৌমিতৃষা যে দেবের পরম ভক্ত, সেটা কারোর অজানা নয়। দেবের বিভিন্ন সিনেমার প্রিমিয়ার সময়েও সৌমিতৃষাকে দেবের সঙ্গে দেখা গিয়েছিল। এবার সেই সমস্ত ইস্যুকেই হাতিয়ার করেই সৌমিতৃষাকে কটাক্ষ বাণে বিদ্ধ করলেন নেটিজেনরা।
সৌমিতৃষা যদিও এই বিষয়ে সোজাসাপ্টা জবাব দিয়েছেন। তিনি এই সমস্ত ট্রোলিংকে পাত্তা না দিয়ে প্রথমে বলেন, “আমার কাছে মিঠাই সন্তানসম। প্রধানে সুযোগ পাওয়ার বিষয়ের সঙ্গে মিঠাইয়ের কোনো যোগসূত্র নেই। প্রধানের শুটিং চলতি বছরের আগস্ট মাসে শুরু হবে। ধাপে ধাপে এগিয়ে যাওয়ার নামই হল জীবন। দর্শকদের ভালোবাসা আগলে নিষ্ঠার সঙ্গে সৎপথে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি”। এরপরেই তিনি মোক্ষম জবাব দেন ট্রোলারদের।
তিনি বলেন, “পৃথিবীতে মোট দুই শ্রেণীর মানুষ দেখা যায়। এক শ্রেণীর মানুষ অন্যদের সাফল্য দেখে অনুপ্রাণিত হন। এঁদের মধ্যে নিজেদের নিয়ে কিছু একটা করে দেখানোর ইচ্ছে থাকে। তবে একইসঙ্গে অপর এক শ্রেণীর মানুষও দেখা যায়, যাঁরা অপরের সাফল্য হিংসার নজরে দেখেন। যাঁরা ‘কিছু না করেই সাফল্য এসেছে’ বলে অন্যদের নিয়ে দাবি করে থাকেন। শুধুমাত্র তাই নয়, তাঁরা ‘আমিও এমন অনেক করেছি’ দাবিও করেন। দ্বিতীয় প্রকৃতির মানুষ কিন্তু কোনোদিনই সাফল্যের স্বাদ পায় না। কারণ তাঁরা অন্যদের পিছুটানতে ব্যস্ত থাকে”।