Monami Gosh: হালকা রঙের টপে মোহময়ী মনামী, অভিনেত্রীর হট লুকে ঘায়েল নেটিজেনরা, ভাইরাল ছবি
সাদা জিনস ও হালকা রঙের টপে গ্ল্যামারাস মনামীকে দেখে চোখের পলক ফেরাতে পারছেন না তাঁর প্রিয় ভক্তরা।

Monami Gosh: ‘বং ডিভাদের’ প্রতিদিনের লুক দেখতে এখন আমরা সকলেই অভস্ত। আর সেই সূত্রেই যদি আপনার কাছে জানতে চাওয়া হয় বাংলা ইন্ডাস্ট্রির বর্তমানে সবথেকে হট ও সুন্দর নায়িকা কে? তাহলে নিশ্চয়ই উত্তর দিতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে আপনার। অবিলম্বে সেই উত্তর হবে মনামী ঘোষ (Monami Ghosh)। ৩৯ বছরের মনামী জীবন উপভোগ করেন বিশ বছরের এক যুবতীর মতো। অভিনয়ের থেকে মাখনের মতো ফিগার সব কিছুতেই সুপারহিট বঙ্গ তনয়া।
Monami Gosh Photo:
(ছবি:ইনস্টাগ্রাম)
বর্তমানে তাঁর এয়ারপোর্ট নয় বরং স্টেশন লুক আরও হয়ে উঠেছে ভাইরাল (Viral)। সাদা জিনস ও হালকা রঙের টপে গ্ল্যামারাস মনামীকে দেখে চোখের পলক ফেরাতে পারছেন না তাঁর প্রিয় ভক্তরা। মাথায় টুপিও পরেছেন, হালকা মেকআপে অপরূপা হয়ে উঠেছেন তিনি। মুখে সূর্যের আলো পড়ায় অভিনেত্রীর রূপ যেন আরও খুলেছে, তা এই ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে। সাথেই দুর্দান্ত এক্সপ্রেশন দেখে সবাই তাজ্জব।
Monami Gosh Photo:
(ছবি:ইনস্টাগ্রাম)
কোনো ছবিতে সোজা দাঁড়িয়ে আবার কোনো ছবিতে সে ট্রলির উপর বসে রয়েছে। মনামী এই ছবি গুলি আপলোড করেছেন উত্তর কোরিয়াতে। ট্রেন চাপবার আগেই তিনি সেই ফটোশুট করেছিলেন। দিন তিনেক আগের ফটো যদিও আপলোড করার সাথে সাথেই হাজার হাজার লাইক ও কমেন্ট এসেছে। বিকিনি হোক কিংবা মনোকিনি সবেতেই ছক্কা হাঁকাতে প্রস্তুত তিনি।
আরও পড়ুন: গুজরাটি মহিলাদের মত শাড়ি পরে বাড়িতে গনেশের মূর্তি আনলেন অভিনেত্রী শ্রাবন্তী, ভাইরাল ছবি
(ছবি:ইনস্টাগ্রাম)
শরীর সম্পর্কে খুব সচেতন থাকেন মনামী, অভিনেত্রীর চেহারা দেখলেই বোঝা যায় তিনি শরীরের কতটা যত্ন করেন। ৪০ ছুঁই ছুঁই এসেও তবে সিঙ্গেল লাইফ কাটান মনামী। দেশ থেকে বিদেশ নিজের বন্ধু কিংবা একা ঘুরে বেড়ান। এই ফটোতে কেউ লিখেছেন -‘অপরূপা’ তো কারোর বক্তব্য -‘আপনি সুন্দর’। উল্লেখ্য, পরিচালক সৃজিত মুখার্জীর পরবর্তী ছবি ‘পদাতিক’ -এ অভিনয় করছেন মনামী। এই ছবিতে তিনি গীতা সেনের ভূমিকায় দেখা যাবে।