Monami Gosh: কালো পোশাকে মোহময়ী মনামী ঘোষ, অভিনেত্রীর হট লুকে ঘায়েল নেটিজেনরা, ভাইরাল ছবি

শরীর সম্পর্কে খুব সচেতন থাকেন মনামী, অভিনেত্রীর চেহারা দেখলেই বোঝা যায় তিনি শরীরের কতটা যত্ন করেন।

Monami Gosh: বাংলা ইন্ডাস্ট্রির বর্তমানে সবথেকে হট ও সুন্দর নায়িকা কে? এই প্রশ্নর উত্তর হবে কেবলমাত্র একটি। কারণ শ্রাবন্তী, নুসরত, পায়েল নয় বরং সে উত্তর হবে মনামী ঘোষ (Monami Ghosh)। মারকাটারি ফিগার থেকে বেলাশেষের মতো সিনেমায় অভিনয় ৩৯ বছরের মনামী জীবন উপভোগ করেন বিশ বছরের এক যুবতীর মতো। যেমন তার উষ্ণতায় মাখা ফিগার, ঠিক তেমনই তার সোশ্যাল মিডিয়া পোস্ট। তাইতো লাখ লাখ পুরুষ প্রতিদিন তাঁকে অজান্তেই মন দিয়ে বসেন।

Manami Gosh

সোশ্যাল মিডিয়াতে খুবই সক্রিয় মনামী। বোল্ড লুকে প্রায়ই সকলের ঘুম উড়ায় তিনি। এবার নায়িকাকে দেখা গেল মনোকিনি সুইমিং সুটে। যেখানে দুই হাত তুলে জলের মধ্যে পোজ দিয়েছেন তিনি। বক্ষ যুগল ক্যামেরার মাধ্যমে সম্পূর্ণ স্পষ্ট। ভেজা চুল, নো মেকআপ লুক ও সাথেই লাস্যময়ী এক্সপ্রেশন সবকিছু ভুলিয়ে দিতে রাজি। বিকিনি হোক কিংবা মনোকিনি সবেতেই ছক্কা হাঁকাতে প্রস্তুত তিনি।

Monami Gosh

শরীর সম্পর্কে খুব সচেতন থাকেন মনামী, অভিনেত্রীর চেহারা দেখলেই বোঝা যায় তিনি শরীরের কতটা যত্ন করেন। ৩৯ এসেও তবে সিঙ্গেল লাইফ কাটান মনামী। দেশ থেকে বিদেশী বন্ধু কিংনা একা ঘুরে বেড়ান। এই বোল্ড ফটোতে ৫০ হাজারের বেশি লাইক ও অজস্র কমেন্ট এসেছে। কেউ লিখেছেন -‘অপরূপা’ তো কারোর বক্তব্য -‘আপনি সত্যি সুন্দর’। আবার অনেকে এই পোশাকের জন্য মনামীকে কুরুচিকর মন্তব্য করেছে।

পরিচালক সৃজিত মুখার্জীর পরবর্তী ছবি ‘পদাতিক’ -এ অভিনয় করছেন মনামী। এই ছবিতে তিনি গীতা সেনের ভূমিকায় দেখা যাবে। এর আগে ‘বেলাশুরু’ সিনেমায় শেষবার অভিনয় করেছিল। এখন গায়িকা হিসাবেও আত্মপ্রকাশ করেছেন। রিয়ালিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র সিজন ৩’ বিচারকের আসনেও ছিলেন মনামী ঘোষ।