মাতৃহারা খুদে কুকুর ছানাকে পরম স্নেহে আগলে রেখেছে বাঁদর, ভিডিও দেখে মুগ্ধ নেটজনতা

একটি বানর এক মা হারা কুকুর ছানাকে নিজ সন্তানের মতো পরম যত্নে আগলে রেখেছে। এমনকি কেউ খাবার দিলে বানরটি আগে কুকুর ছানাকে খাওয়ায় ও পরে নিজে খায়।

বর্তমানে সাধারণ মানুষের জীবনের অনেকটা বিরাট অংশ জুড়ে রয়েছে সোশ্যাল মিডিয়া। এই প্ল্যাটফর্মগুলোর দৌলতে পৃথিবীর বিপরীত দুই প্রান্ত এক সূত্রে বেঁধে থাকার সুযোগ পেয়েছে। উদ্দেশ্য যোগাযোগ স্থাপন হোক বা মনোরঞ্জন সবেতেই মানুষের মন জয় করেছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো। রোজগারের পথ প্রশস্ত করার বিষয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো মানুষের দারুণ সাহায্য করেছে।

‘মা’ শব্দের মধ্যে যে মমত্ববোধ লুকিয়ে থাকে, সেটা আর কোনো শব্দে নেই। এই একটা শব্দের মধ্যে আদর, যত্ন, ভালোবাসা, লালন-পালন, ত্যাগ অনেক কিছুই ফুটে ওঠে। এলাকা ও ভাষা হিসাবে ‘মা’ শব্দটির রূপ একাধিক হলেও এই শব্দের মধ্যে লুকিয়ে থাকা শর্তহীন দায়িত্ববোধ ও ভালোবাসা আর কোনো শব্দে নেই। আর তাই হয়তো ভাষার বেড়াজাল পেরিয়ে লিঙ্গ নির্বিশেষে প্রাণীকূলের সীমানা অতিক্রম করে ‘মায়েদের’ দেখা পাওয়া যায়। মমত্ববোধ যে শুধুমাত্র মানুষ বা মেয়ে পর্যন্তই সীমাবদ্ধ নয়, সেটার প্রমাণ বারংবার পাওয়া যায় এই ধরণীর বুকে।

সম্প্রতি এক অবলা প্রাণীর মমত্ববোধের সাক্ষী হওয়ার সুযোগ পেলেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। মূলত বানরের এক ভাইরাল ভিডিওই চর্চার বিষয় হয়ে উঠতে দেখা গেল। ভিডিওটিতে দেখা যায়, একটি বানর এক মা হারা কুকুর ছানাকে নিজ সন্তানের মতো পরম যত্নে আগলে রেখেছে। এমনকি কেউ খাবার দিলে বানরটি আগে কুকুর ছানাকে খাওয়ায় ও পরে নিজে খায়। বানরের মতো অবলা প্রাণী যে অন্য প্রাণীদের সন্তানের মতো লালন-পালন করতে পারে তা হয়তো অনেকেরই ভাবনাচিন্তার বাইরে ছিল। সবাইকেই চমকে দেওয়া বানরের এই পদক্ষেপ বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে উঠতে দেখা গেল।

বানরের মমতায় জড়ানো এই ভিডিও পোস্ট করা হয়েছে ‘বাজ় পজ়’ (Baz Paws) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওটি ইতিমধ্যে ১১ হাজার মানুষ দেখে ফেলেছেন এবং শয়ে শয়ে মানুষ পছন্দ করেছেন।