ছোট ছাগল ছানাকে পরম যত্নে দুধ খাইয়ে দিচ্ছে বাঁদর, ভিডিও দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের

বাঁদরটি ঘরের ভেতর থেকে একটি দুধের বোতল এনে ছাগলছানাটিকে দুধ খাওয়াতে শুরু করে।

যত দিন যাচ্ছে তত মানুষের মধ্যে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব ও জনপ্রিয়তা বেড়েই চলেছে। আর বর্তমানে সোশ্যাল মিডিয়া মানেই মানুষ বোঝে ভাইরাল ভিডিও। ‌সোশ্যাল মিডিয়া জুড়ে বিভিন্ন ধরনের ভাইরাল ভিডিও প্রতিনিয়তই ভাইরাল হয়ে চলেছে। যেখানে কখনো দেখা যাচ্ছে বিভিন্ন মানুষের প্রতিভা আবার কখনো কখনো দেখা যাচ্ছে বিভিন্ন পশুপাখিদের কর্মকাণ্ড। তবে প্রতিটি ভিডিওই সমস্ত মানুষ বেশ আনন্দের সহিত উপভোগ করেন‌‌। আর যার প্রমাণ পাওয়া যায় দিনের শেষে সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই।

আমাদের পরিবেশে প্রতিটি জীব জন্তুর মধ্যেই বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। ‌মানুষের সাথে যেমন মানুষের বন্ধুত্ব রয়েছে ঠিক সেরকম ভাবেই মানুষের সাথে বন্ধুত্ব রয়েছে বিভিন্ন জীবজন্তুর। আর এর প্রমাণ আশা করি আর নতুন করে দেওয়ার প্রয়োজন নেই। মানুষের সাথে যেমন বিভিন্ন পশু-পাখিদের বন্ধুত্ব রয়েছে ঠিক সেরকমই বিভিন্ন প্রজাতির পশুদের মধ্যেও একটি বন্ধুত্বের সম্পর্ক বিরাজ করে। সম্প্রতি সেরকমই একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে নেট দুনিয়ার পাতায়। যেখানে দেখা যাচ্ছে একটি বাঁদরের সাথে একটি ছাগল ছানার বন্ধুত্ব।

সম্প্রতি, ‘Baby Monkey Cutis’ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়। যেখানে প্রথমে দেখা যাচ্ছে একটি বাড়ির বারান্দা দিয়ে একটি সাদা রঙের ছাগলছানা হাঁক পেরে কাউকে ডাকছে। আর এরপরই সেখানে এসে ছাগলছানাটিকে আদর করতে শুরু করে একটি বাঁদরছানা। যার পরনে রয়েছে একটি সবুজ রঙের হাফপ্যান্ট ও সবুজ রঙের গেঞ্জি। তারপর বাঁদরটি ঘরের ভেতর থেকে একটি দুধের বোতল এনে ছাগলছানাটিকে দুধ খাওয়াতে শুরু করে।

আর ছাগলছানাটিও বেশ আনন্দের সহিত বোতল থেকে ঢকঢক করে দুধ পান করে নেয়। এরপর ছাগলছানাটি বাঁদরটির সাথে খেলা আরম্ভ করে দেয়। এমনকি ছাগলটিকে বেশ কয়েকবার চুম্বনও করে বাঁদরটি। ভিডিওটি মাস তিনেক আগে ওই ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হলে বর্তমানে তা ছড়িয়ে পরেছে সমস্ত নেট দুনিয়া জুড়ে। ইতিমধ্যে কেবলমাত্র ইউটিউবে ভিডিওটিতে দেখে ফেলেছেন প্রায় ৩.৯ মিলিয়নের বেশি মানুষ। পাশাপাশি কুড়ি হাজারের বেশি মানুষ ভিডিওটিকে লাইক করার পাশাপাশি ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে নিজেদের বিভিন্ন রকম মন্তব্য তুলে ধরেছেন।