বাড়ির খোলা ছাদে ‘ধিতাং ধিতাং বোলে’ গানের তালে দুর্দান্ত নাচ মা ও মেয়ের, ভাইরাল ভিডিও
দুই মা-মেয়েকে ম্যাচিং রঙের পোশাক পরে খোলা আকাশের নিচে বাড়ির ছাদে জনপ্রিয় বাংলা গানে নৃত্য প্রদর্শন করতে দেখা গেল।

সোশ্যাল মিডিয়ার সীমানার পরিধি দিনের পর দিন বেড়েই চলেছে। প্রত্যেক মিনিটে কন্টেন্টের সংখ্যা বাড়তে দেখা যাচ্ছে। প্রত্যেক মুহূর্তে দেশ-বিদেশের কন্টেন্ট ক্রিয়েটররা একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। ফলস্বরূপ কন্টেন্টের সংখ্যা হুহু করে বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কখনও গানের ভিডিও তো কখনও নাচের ভিডিও দেখতে পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া নাচের ভিডিওগুলোতে কাউকে একলাই নাচ করতে দেখা যায়, তো কাউকে দলবদ্ধভাবে নৃত্য পরিবেশন করতে দেখা যায়। কোনো কোনো ভিডিওতে আবার জুটি বেঁধেও গানের তালে নৃত্য প্রতিস্থাপন করতে দেখা যায় নৃত্য শিল্পীদের। কোনো ভিডিওতে বন্ধুদের সঙ্গে, তো কোনো ভিডিওতে পরিবারের সদস্যদের সঙ্গে জুটি বেঁধেও নাচ করতে শুরু করেছেন নৃত্যশিল্পীরা।
সম্প্রতি দুই নৃত্য শিল্পীর এমন জুটি বেঁধে নাচ করার ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা গেল। ভিডিওটিতে দুই মা-মেয়েকে ম্যাচিং রঙের পোশাক পরে খোলা আকাশের নিচে বাড়ির ছাদে জনপ্রিয় বাংলা গানে নৃত্য প্রদর্শন করতে দেখা গেল। ব্যাকগ্রাউন্ডে বাজতে শোনা যায় ‘ধিতাং ধিতাং বোলে’ গান ও এই গানেতে হলুদ পাড় বিশিষ্ট লাল রঙের শাড়ি পরে দুই মা-মেয়েকে খুবই সুন্দরভাবে গানের তালে নৃত্য পরিবেশন করতে দেখা গেল।
এই ভিডিও নেটিজেনদের বেশ ভালো লেগেছে। মা-মেয়ের জুটির ডান্স তাঁদের সফলভাবে দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে। ভিডিওটি ‘পারমিতা এন্ড ব্রিওন্না’ (Paramita & Breonna) নামক এক ইউটিউব চ্যানেল থেকে পোস্ট করা হয়েছে। ভিডিওটির ভিউয়ার্সের সংখ্যা ৪.৬ মিলিয়ন ছাড়িয়ে গেছে এবং লাইকের সংখ্যা ৮.৭ হাজার অতিক্রম করেছে ফেলেছে।