অবিকল মানুষের মতোই ছোট্ট টিয়া পাখিকে কথা বলা শিখাচ্ছে মা টিয়া পাখি, তুমুল ভাইরাল ভিডিও

এক বড়ো টিয়াপাখিকে অপর এক ছোট্ট টিয়াপাখির সঙ্গে কথা বলতে দেখা যায়।

আজকাল ছোট থেকে ছোট বিষয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বস্তুতে পরিণত হয়। নাচের ভিডিও, গানের ভিডিও, হাস্যরসাত্মক ভিডিও, দুঃখের ভিডিও সবকিছুই উপলব্ধ সোশ্যাল মিডিয়ায়। এমনকি পশুপাখিদের বসবাসও আজকাল সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। পাখিদের গুঞ্জন, কুকুর-বিড়ালদের কিউটনেস ও সাপ-বাঘেদের আতঙ্ক সবই বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বিদ্যমান।

সোশ্যাল মিডিয়া (Social Media) এককথায় অবসর সময় কাটানোর এক দুর্দান্ত মাধ্যমে পরিণত হয়েছে। বিনোদন থেকে শুরু করে সাম্প্রতিক খবর সবই সোশ্যাল মিডিয়ায় উপলব্ধ। জ্ঞানমূলক থেকে প্রতিভামূলক প্রায় সমস্ত বিষয়ের উপরেই ভিডিও পাওয়া যায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে। সম্প্রতি সবুজ টিয়াপাখিদের একটি ভিডিও ভাইরাল হতে দেখা গেছে। ভিডিওতে উপস্থিত টিয়াপাখিগুলোর অদ্ভুত কাণ্ড ভিডিওটিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিল।

ভাইরাল হওয়া ভিডিওটিতে তিনটি সবুজ টিয়াপাখিকে দেখতে পাওয়া গেছে। আশেপাশে আরও বিভিন্ন রঙের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যর পাখি থাকলেও নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে মূলত দুই সবুজ টিয়াপাখিই। এক্ষেত্রে ভিডিওর শুরুতে এক বড়ো টিয়াপাখিকে অপর এক ছোট্ট টিয়াপাখির সঙ্গে কথা বলতে দেখা যায়। এই কথোপকথনে বড়ো টিয়াপাখির মধ্যে অভিভাবকত্বের ছাপ স্পষ্ট বোঝা যায়। অভিভাবক মানুষ হোক বা টিয়াপাখি সবাই যে সন্তানদের আগলে রাখতে ও সময় এলে সঠিক কাজের প্রশিক্ষণ দিতে তৎপর থাকে, তা স্পষ্ট বোঝা গেল এই ভিডিওতে। আর এই মধুর দৃশ্যই নেটিজেন পছন্দের বিষয় হয়ে উঠেছে।

টিয়াপাখিটির গলার গাছে কোনো কালো-গোলাপি দাগ নেই। এহেন এটা স্পষ্ট যে, এটি মেয়ে টিয়াপাখি। দাবি করা হয়েছে উক্ত টিয়াপাখিটি নাকি ছোট্ট টিয়াপাখির মা এবং সে নিজের সন্তানকে কথা বলা শেখাচ্ছে। মা-সন্তানের এই দৃশ্যের সাক্ষী হয়েই নেটিজেনরা আবেগপ্রবণ হয়ে উঠেছেন।

ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘প্যারোট প্যারাডাইস’ (Parrot Paradise) নামক এক ইউটিউব চ্যানেল (Youtube Channel) থেকে। ভিডিওটির ভিউয়ার্সের সংখ্যা ১৯ মিলিয়ন ছাড়িয়ে গেছে এবং লাইকের সংখ্যা ১ লক্ষ ২৩ হাজার অতিক্রম করে ফেলেছে।