হুবহু মানুষের মতোই ছোট্ট টিয়া পাখিকে কথা বলা শেখাচ্ছে মা টিয়া পাখি, ঝড়ের গতিতে ভাইরাল ভাইরাল ভিডিও
মানুষের মতোই এক সবুজ টিয়াপাখিকে তাঁর সন্তানকে কথা বলতে শেখাতে দেখা গেল।

এই পৃথিবী জুড়ে নানান রকমের টিয়াপাখির বসবাস রয়েছে। টিয়াপাখি নাম শুনলেই আমাদের মনে সাধারণত সবুজ টিয়াপাখির (Green Parrot) ছবিই আসে। তবে জানিয়ে রাখি, এই বিশ্বে শুধুমাত্র সবুজ টিয়াপাখি নেই। রয়েছে নীল, সাদা ও ধূসর রঙের টিয়াপাখিও। এই টিয়াপাখিগুলোর পালকের সৌন্দর্য দেখার মতো। টিয়াপাখিগুলোর রঙিন পালকগুলোর দিকে তাঁকে তাকালে চোখ জুড়িয়ে যাওয়ার অবস্থা তৈরি হয়।
পুরুষ ও মহিলা টিয়াপাখি নির্বিশেষে সবুজ টিয়াপাখির রূপের পার্থক্য রয়েছে। মহিলা সবুজ টিয়াপাখির পুরো শরীর সবুজ রঙের পালকে আবৃত থাকে। অপরদিকে পুরুষ সবুজ টিয়াপাখির গলার গাছে কালচে-গোলাপী রঙের একটি পটি দেখতে পাওয়া যায়। এটি দেখেই মূলত মহিলা ও পুরুষ সবুজ টিয়াপাখির মধ্যে পার্থক্য নিরুপণ করতে পারা যায়।
পাখি হলেও মাতৃত্ববোধ ও দায়িত্ববোধ হয়তো সবারই আছে। আর তাই হয়তো সম্প্রতি এক ভিডিওতে একদম মানুষের মতোই এক সবুজ টিয়াপাখিকে তাঁর সন্তানকে কথা বলতে শেখাতে দেখা গেল। টিয়াপাখির জীবনের এই মিষ্টি মুহূর্ত ভিডিওরূপে ক্যামেরাবন্দি হওয়ার পরে ভাইরাল হয়ে যেতে দেখা গেল।
ভিডিওটিতে দেখা যায় এক সমতল মেঝের উপরে এক ছোট্ট টিয়াপাখি ও এক প্রাপ্ত বয়স্ক টিয়াপাখি বসেছিল। সেখানে কিছুক্ষণের মধ্যেই যোগ দেয় অপর এক প্রাপ্তবয়স্ক টিয়াপাখি। উক্ত টিয়াপাখির গলায় কোনো পটি না থাকায় বুঝতে অসুবিধা হয়নি যে, টিয়াপাখিটি আসলে মহিলা টিয়াপাখি। দাবি করা হয়েছে ওই প্রাপ্ত বয়স্ক টিয়াপাখি ছোট্ট টিয়াপাখিটির মা। ওই মা টিয়াপাখিকেই ভিডিও এগোলে ছোট্ট টিয়াপাখিকে কথা বলানোর চেষ্টা করতে দেখা যায়।
টিয়াপাখির এই ভিডিও বেশ ভালো লেগেছে নেটিজেনদের। এই ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘প্যারোট প্যারাডাইস’ (Parrot Paradise) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওটির ভিউয়ার্সের সংখ্যা ১.৯ কোটি ছাড়িয়ে গেছে এবং লাইকের সংখ্যা ১.২ লক্ষ অতিক্রম করে ফেলেছে।