Dance Video: সবুজ প্রকৃতির মাঝে ‘সুন্দরী কমলা’ গানে দুর্দান্ত নাচ মৌ সুন্দরীর, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
হাত ভর্তি চুড়ি ও হালকা গয়নায় সে হয়ে উঠেছে সকলের থেকে আলাদা। মৌয়ের এই নাচ অজান্তেই মন কেড়েছে নেট নাগরিকদের।

Dance Video: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দূর্গা পুজো এসে কড়া নাড়ছেদরজায়। হাতে গুনা আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। বাঙালির দূর্গা পূজা মানেই জমিয়ে ঘোরা, খাওয়া আর নাচ। মা দুর্গা আগমনের এই প্রাক্কালে সবাই এখন ব্যস্ত নিজেদের মতো করে দেবী দূর্গাকে স্মরণ করতে। অভিনেতা-অভিনেত্রী থেকে জনপ্রিয় ইউটিউবার সকলেই নিজের নিজের বিশেষত্ব তুলে ধরছেন। ঠিক তেমনই এবার এক বিশেষ নাচে সবাইকে মুগ্ধ করেছে পূর্ব বর্ধমানের মেয়ে মৌ বিশ্বাস। যাকে আপনারা ইউটিউবের পাতায় চেনেন ‘ডান্স স্টার মৌ’ নামে।
Dance Video:
সম্প্রতি কিছু সময় আগে আপলোড করা তার নাচ হয়ে উঠেছে পুজো আগমনের ঘন্টা। কিছুদিন আগেই অন্তরা মিত্র (Antara Mitra) ও গায়ক আরমান মল্লিক (Armaan Malik) -র গাওয়া ‘সুন্দরী কমলা’ (Sundori Komola) গানে নাচ করেছেন। পরনে তার সম্পূর্ণ লাল রঙের শাড়ি ও সাথেই সাদা ব্লাউজ। হাত ভর্তি চুড়ি ও হালকা গয়নায় সে হয়ে উঠেছে সকলের থেকে আলাদা। মৌয়ের এই নাচ অজান্তেই মন কেড়েছে নেট নাগরিকদের।
এখানে দেখুন: সবুজ প্রকৃতির মাঝে জনপ্রিয় হিন্দি গানে উদ্দাম নাচ মৌ সুন্দরীর, ভাইরাল ভিডিও
খোলামেলা সবুজ পরিবেশে এই নাচ সকলের মন কেড়ে নিয়েছে। তার গানের মধ্যেই দুর্দান্ত এক্সপ্রেশন নজর কারে। তার নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছে। মাত্র তিন ঘন্টার মধ্যেই হাজারের বেশি ভিউস ছাড়িয়ে গেছে। সাথেই সবাই সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। মৌয়ের নাচ আগে থেকেই দর্শকদের পছন্দ ছিল।
Dance Video:
কেউ লিখেছেন -‘গানের সাথে তোমার নাচ জাস্ট দারুন মানিয়েছে’। অন্যজন লিখেছেন -‘তোমাকে সবসময় খুব ভালোলাগে। আরও এগিয়ে যাও’। পুজোর প্রাক্কালে এমন সুন্দর একটি নৃত্য যেন অজান্তেই ভালোবেসে ফেলেছে দর্শকরা তারই আভাস দিয়েছে ভিডিওতে আসা লাইক ও কমেন্ট। তবে আপনি তাঁর ইউটিউব চ্যানেল দেখতে পারেন আরও বিভিন্ন রকমের ভিডিও দেখতে পাবেন।