ওটিটি প্ল্যাটফর্মের সবচেয়ে বোল্ড ওয়েব সিরিজ, ভুল করেও পরিবারের সামনে ক্লিক করবেন না
বিদেশীয় ওয়েব সিরিজগুলোকে টেক্কা দিয়ে দেশীয় ওয়েব সিরিজগুলোতে এবার বোল্ড দৃশ্যের উপস্থিতিও দেখা যাচ্ছে।

বিনোদন জগতের এক গুরুত্বপূর্ণ অংশ হিসাবে নিজেকে তুলে ধরেছে ওয়েব সিরিজগুলো। কখনও রোম্যান্টিক, কখনও বোল্ড, কখনও শিক্ষণীয়, আবার কখনও থ্রিলার প্রকৃতির ওয়েব দেখার সুযোগ পাওয়া যায় ওটিটি প্ল্যাটফর্মগুলোতে। কোনো ওয়েব সিরিজ ভৌতিক প্রকৃতির হয়, আবার কোনো ওয়েব সিরিজকে সাহসী দৃশ্যে পরিপূর্ণ থাকতে দেখা যায়। প্রকৃতি যাই হোক না কেন, আজকাল ওয়েব সিরিজের দৌলতে প্রত্যেকেই নিজের মতো করেই পছন্দের কাহিনী উপভোগ করার সুযোগ পাচ্ছেন।
ওটিটি প্ল্যাটফর্মগুলোতে দেশীয়-বিদেশীয় নানান রকমের ওয়েব সিরিজ দেখতে পাওয়া যায়। দেশীয় ওয়েব সিরিজগুলো বিভিন্ন ক্ষেত্রে প্রতিযোগিতা দিচ্ছে বিদেশীয় ওয়েব সিরিজগুলোকে। অ্যাকশন হোক বা স্টোরি টেলিং সব বিভাগেই এবার প্রতিযোগিতায় নামতে দেখা যাচ্ছে দেশীয় ওয়েব সিরিজগুলোকে। বিদেশীয় ওয়েব সিরিজগুলোকে টেক্কা দিয়ে দেশীয় ওয়েব সিরিজগুলোতে এবার বোল্ড দৃশ্যের উপস্থিতিও দেখা যাচ্ছে।
সম্প্রতি এক দেশীয় ওয়েব সিরিজ চর্চায় থাকতে দেখা গেছে সোশ্যাল মিডিয়ায়। উক্ত ওয়েব সিরিজটি অ্যাডাল্ট ওয়েব সিরিজ হিসাবে পরিচিতি লাভ করেছে। ওয়েব সিরিজটির নাম ‘হ্যালো মিনি’ (Hello Mini)। সেই ওয়েব সিরিজ পুরোপুরিভাবে সাহসী দৃশ্যে পরিপূর্ণ। ওয়েব সিরিজটি মুক্তি পেয়েছিল ‘এমএক্স প্লেয়ার’ (MX Player) প্ল্যাটফর্মে। এই ওয়েব সিরিজটি এমএক্স প্লেয়ারে একদম বিনামূল্যে দেখা যাবে। কিন্তু এটি কোনো ভাবে সপরিবারে দেখার ওয়েব সিরিজ নয়। তাই পরিবারের সামনে এই ওয়েব সিরিজে হাত দিতে গেলে কিন্তু সাবধান!
‘হ্যালো মিনি’ মূলত রোম্যান্টিক থ্রিলার ওয়েব সিরিজ (Romantic Thriller Web Series)। ধারাবাহিকটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছে গিয়েছে অনুজা জোশী (Anuja Joshi), প্রিয় ব্যানার্জি (Priya Banerjee), অর্জুন অনেজা(Arjun Aneja) প্রমুখগণ। ‘স্টকিং’কে (Stalking) কেন্দ্র করে তৈরি এই মিস্ট্রি থ্রিলার ওয়েব সিরিজ বর্তমানে চর্চার বিষয় হয়ে উঠতে দেখা গেছে।