Nabanita-Jeetu-Snehal: জিতুর সঙ্গে বিচ্ছেদের পরেই ফুলশয্যার ছবি শেয়ার করলেন নবনীতা

Nabanita-Jeetu-Snehal: নবনীতা আর স্নেহালের প্রেমচর্চা নিয়ে মুখ খুলেছেন জিতু। কারণ নবনীতা তাদের সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পরে ফেসবুকে লম্বা একটি পোস্ট দিয়েছিলেন।

Nabanita-Jeetu-Snehal: টলিউড মানেই প্রেম, বিয়ে ও পরকীয়া। সেলিব্রিটিদের জীবনের অন্দরের গল্প লেখক হান্স অ্যান্ডার্সন -এর ‘ফেইরি টেলস’ (Fairy Tales) নামের সেই গল্পকেও হার মানাতে বাধ্য। ঠিক যেমনটা হয়েছে জিতু কমল আর নবনীতা দাসের (Nabanita Das) জীবনে। আজ তাঁরা খবরে নিজেদের বিচ্ছেদের জন্য। ২৯ জুন ফেসবুকে ডিভোর্সের ঘোষণা করেন নবনীতা। জানান, তিনি আর জিতু (Jeetu Kamal) আর আগের মতো সুখে নেই একে-অপরের সঙ্গে। তাই আলাদা হওয়ার সিদ্ধান্ত। এখন অবশ্য কোর্টে তাদেরকে ডিভোর্স মামলা চলছে।

Nabanita-Jeetu-Snehal:

Nabanita Das

তবে তার মাঝেই কি দেবলীনা আবারো বিয়ে করছেন শহরের চর্চিত প্রেমিক স্নেহাল অধিকারীকে। কারণ দিন কয়েক আগেই ফলসজ্জার খাটে নতুন কনে সেজে ফটো দিয়েছেন দেবলীনা। বেগুনি শাড়িতে ফুল দিয়ে সাজানো খাটের উপর বসে আছেন। গা ভরা গয়না। চুল খোঁপা করে তাতে গোলাপ ফুল গোঁজা। এখানেই শেষ করেননি ক্যাপশনে লিখেছেন -‘ জীবন নিখুঁত নাই হতে পারে। তবে আমার শাড়ির কুচি সবসময় নিখুঁত।’ শুটিংয়ের কোনো মুহূর্ত নাকি জীবনে সেরে ফেললেন দ্বিতীয় নিয়ে তা যদিও শুধুই ধোঁয়াশা।

এখানে পড়ুন : মিঠাইয়ের এই অভিনেতার সঙ্গে চুপিচুপি সাতপাকে বাঁধা পড়লেন অনামিকা, রইল সমস্ত ছবি

Nabanita-Jeetu-Snehal:

Nabanita-Jeetu-Snehal

 

সম্প্রতি নবনীতা আর স্নেহালের প্রেমচর্চা নিয়ে মুখ খুলেছেন জিতু। কারণ নবনীতা তাদের সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পরে ফেসবুকে লম্বা একটি পোস্ট দিয়েছিলেন। তবে জিতু এই নবনীতার থেকে সম্পূর্ণ আলাদা। তিনি জানিয়েছেন -‘আমার স্ত্রী সোশ্যাল মিডিয়ায় সম্পর্কের টানাপোড়েন নিয়ে মন্তব্য করে ভুল করেছন। আমি পরিণত হয়ে সেই ভুল করতে পারি না। এখন ও নিজের ভুলটা বুঝতে পারে।’ পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন নবনীতার সম্পর্ক নিয়ে তার কোনো ভাবনা কিংবা ব্যক্তিগত মতামত নেই। পরিণত বয়সে এসব কিছু বিষয়ে তার কোনো কিছু বলার নেই সেবশয়ে তিনি জানিয়ে দিয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by Nabanita❤ (@nabanita.das)

এই বছর জিতুর জন্মদিনের আগের দিন গোয়াতে ছুটি কাটাছিলেন নবনীতা। সেখান থেকেই দুটি ছবি শেয়ার করেন। যেখানে তাঁকে একটি হোটেলের ব্যালকনিতে দেখা যায়। বেশ কিছু সময় পরেই স্নেহাল এই একই ব্যালকনিতে দাঁড়িয়ে ছবি পোস্ট করেছেন নিজের ইনস্টা অ্যাকাউন্টে। ব্যাস সকলেই এই বিশেষ ও ব্যক্তিগত ছুটি কাটানোর সঙ্গীকে খুঁজে নিয়েছেন। উল্লেখ্য, বর্তমানে জিতু কমলের সাথে সম্পর্কে নামে জড়িয়েছে অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জীর (Srabanti Chatterjee)। যদিও দুজনেই এই সম্পর্ক অস্বীকার করেছেন।