নোরা ফাতেহির স্টাইলে দুর্দান্ত বেলি ড্যান্স করে তাক লাগালেন ভোজপুরি অভিনেত্রী নম্রতা, ভাইরাল ভিডিও
জনপ্রিয় ভোজপুরি তারকা অভিনেত্রীদের মধ্যে একজন অন্যতম সুন্দরী অভিনেত্রী হলেন 'নম্রতা মাল্লা' (Namrita Malla)।

বর্তমানে প্রতিটি মানুষের মুখে মুখে ঘুরছে বেলি ডান্সের কথা। এটি মূলত একটি বিদেশী নাচের ধরন হলেও বর্তমান সময়ে ভারতীয়রাও এই নাচকে আয়ত্ত করতে ভীষণভাবে তৎপর। যার কারণে মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়া ভাইরাল হচ্ছে ভারতীয়দের করা বিভিন্ন বেলি ডান্সের ভিডিও। এমনকি এদিক থেকে বাদ যাচ্ছে না বিভিন্ন তারকারাও। সাধারণ মানুষের সাথে সাথে বিভিন্ন তারকারাও নতুন এই বেলি ডান্সের ট্রেন্ডে গা ভাসাতে ভীষণভাবে উদ্যোগী। সম্প্রতি তারই প্রমাণ মিললো সোশ্যাল মিডিয়ার পর্দায়।
জনপ্রিয় ভোজপুরি তারকা অভিনেত্রীদের মধ্যে একজন অন্যতম সুন্দরী অভিনেত্রী হলেন ‘নম্রতা মাল্লা’ (Namrita Malla)। যারা কমবেশি ভোজপুরি সিনেমা দেখেন অথবা ভোজপুরি সিনেমার ভক্ত তারা অবশ্যই এই অভিনেত্রীকে ভালোমতো চেনেন। তিনি সকলের মাঝে বিশেষভাবে পরিচিত তাঁর বৌল্ড লুকের কারণে। মাঝে মাঝেই নিজের বিভিন্ন ধরনের হট ফটোশুট ও বোল্ট লুকের কারণে তিনি উঠে আসেন লাইম লাইটে। এমনকি সাহসিকতার দিক থেকে তিনি ছাপিয়ে যান বলি তারকাদেরও।
সিনেমার পাশাপাশি বাস্তবেও যে তিনি অত্যন্ত বোল্ড লুকে থাকতে পছন্দ করেন তা তাঁর বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখলেই বোঝা যায়। সম্প্রতি এই জনপ্রিয় ভোজপুরি অভিনেত্রীর একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পর্দায়। যেখানে তাঁকে দেখা যাচ্ছে একটি সোনালী রঙের বেলি ডান্সের পোশাক পরে অত্যন্ত নিপুনতার সাথে বেলি ডান্স প্রদর্শন করতে। যা আবার তিনি নিজের ইন্সটা হ্যান্ডেল থেকেই আপলোড করেছেন।
তাঁর এই ভিডিওটি বছরখানে পুরোনো হলেও তা আবার নতুন করে প্রকাশ্যে এসেছে। যার কারণে আবার নতুন করে চর্চায় এসেছেন তিনি। তার এই ভিডিওটির ভিউজ বর্তমানে গুন্ডি অতিক্রম করেছে প্রায় কয়েক লক্ষের। পাশাপাশি ভিডিওটিকে লাইক করেছেন প্রায় ২৭ হাজারের বেশি মানুষ। এছাড়াও কমেন্ট করে অনেকেই অভিনেত্রীকে বলি তারকা নোরা ফাতেহি ও মালাইকা আরোরার সাথে তুলনা করেছেন। অর্থাৎ বরাবরের মতো এবারও যে তিনি সকলকে নিজের হটনেসের মাধ্যমে মাতিয়েছেন তা আর বলার অপেক্ষা রাখে না।