Nandini Di: পূজোর আগেই প্রেমিকের সাথে বাগদান সারবেন নন্দিনী দিদি! কবে বসছেন বিয়ের পিঁড়িতে তিনি?
প্রেমিক রুদ্র দাসের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তিনিও পেশায় ব্যবসায়ী। সিমলাতে হোটেলের ব্যবসা রুদ্রর।

Nandini Di : রানু মন্ডল থেকে ভুবন বাদ্যকর সবাই নিজেদের পরিচিতি পেয়েছিলেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই। যেমন সম্প্রতি ট্রেনডিং আছে ‘স্মার্ট দিদি’ কিংবা ‘নন্দিনী দিদি’। কলকাতার ডালহৌসির পিছনেই রাস্তার পাশে মা ও বাবার সাথে মিলে পাইস হোটেল চালান। তাঁকে নন্দিনী নামে সকলে চিনলেও তাঁর আসল নাম কিন্তু মমতা গঙ্গোপাধ্যায়। ‘দিদি নাম্বার ওয়ান’ -র স্টেজেও তাঁকে দেখা গিয়েছিলো নিজের জীবন যুদ্ধের কাহিনী তুলে ধরতে।
তবে এবার খুশির হাওয়া নন্দিনীর জীবনে কারণ বিয়ে করতে চলেছেন তিনি। নেটিজেনরা অনেকে যেমন তাঁকে এই লড়াইয়ের জন্য কুর্নিশ জানান, অনেকে আবার নানা বিরূপ মন্তব্যও করেন। আর এই সব কিছুর মধ্যে শোনা যায় তিনি এক ইউটিউবারকে জানান, কদিন পরে হয়তো এখানে এসে আর তাঁর দেখা মিলবে না। পাশাপাশি তিনি বলেন ‘আমাদের এখানে এখনও লোক উপরে উঠলে তাকে টেনে নামানোর চেষ্টা করা হয়।’ তারপর রটে যায় ডালহৌসির বিখ্যাত নন্দিনীর পাইস হোটেল এবার বন্ধে মুখে। কিন্তু আদতে সেটা সত্যি সংবাদ নয়। কারণ তিনি বিয়ে করতে চলেছেন
আগেই তিনি তাঁর প্রেমিক রুদ্র দাসের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তিনিও পেশায় ব্যবসায়ী। সিমলাতে হোটেলের ব্যবসা রুদ্রর। চলতি বছরেই তাঁর সঙ্গে সাতপাঁকে বাঁধা পড়বেন। তবে পুজোর আগেই কিন্তু সেরে ফেলতে পারেন এনগেজমেন্ট। তিনি বলেছেন, ‘এখন বিয়ে না করলে আমার আর বিয়েই হবে না’! বাড়ি থেকেও বিয়ে করার জন্য বারংবার তাঁকে বলা হচ্ছে। সেই সূত্র ধরেই তিনি বিয়ের পিঁড়িতে বসতে তৈরী। নন্দিনী একা নন তার আরও দুই দিদি আছেন। তবে নন্দিনী এই হোটেল চালানোর দায়িত্ব নিজের কাঁধে সম্পূর্ণভাবে তুলে ধরেছেন।
দিদি নম্বর ওয়ানের মঞ্চে দাঁড়িয়ে রচনাকে নন্দিনী জানান, “আগে প্রতিদিন দিনে ২০টার বেশি প্লেট বিক্রি হত না কিন্তু ভাইরাল হবার পর এখন ৬০-৭০ প্লেট নিমেষে শেষ হয়ে যায়।” তিনি তাঁর হোটেলের নতুন দুটি শাখা খুলতে চলেছনে একটি সাউথ কলকাতায় আরেকটি নিউ টাউনে। নেটিজেনরা অনেকে যেমন তাঁকে এই লড়াইয়ের জন্য কুর্নিশ জানান, অনেকে আবার নানা বিরূপ মন্তব্যও করেন। তাঁকে নিয়ে সময়ে সময়ে কম বিতর্ক হয়নি।