নন্দিনী দিদির দিন শেষ, মাত্র ৮০ টাকায় মাংস-ভাত দিচ্ছে ‘দুই বোন’ স্পেশাল হোটেল! ভাইরাল ভিডিও
খাসির মাংস ভাতের থালির দাম মাত্র ৮০ টাকা। যেখানে নন্দিনী দিদির দোকানে এক প্লেট মাংস থালির দাম প্রায় ২২০ টাকা।

বাকি পাঁচ জন রাস্তার পাশে খাবারের ছোট দোকান চালালেও ‘স্মার্ট দিদি নন্দিনী’ সবার থেকে আলাদা। বছর খানেক আগে এক ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে তার একটি ভিডিও সামনে আসে। সেখান থেকেই কার্যত চরছড়িয়ে সে উপরের দিকে ওঠে। ডালহৌসির ফুটপাথ চত্বরে রাস্তার ধারে ভাতের হোটেল চালানো মেয়েটি হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া (Social Media) সেনসেশন। সরাসরি ‘দিদি নম্বর ১’ -র মঞ্চে গিয়ে রচনা ব্যানার্জীর সামনে সে নিজের জীবনের পরিশ্রমের গল্প ব্যক্ত করা হয়েছে।
তবে এবার কার্যত নন্দিনীদির দিন শেষ। কারণ দুই বোনের স্পেশাল থালির দাপটে ব্যবসা গুটাতে হতে পারে স্মার্ট দিদিকে। ভাইরাল (Viral) এই ভিডিওতে দেখা যাচ্ছে দুই বোন মিলে ভাতের হোটেল চালাচ্ছেন। যেখানে খাসির মাংস ভাতের থালির দাম মাত্র ৮০ টাকা। যেখানে নন্দিনী দিদির দোকানে এক প্লেট মাংস থালির দাম প্রায় ২২০ টাকা। আর এই ভিডিও সামনে আসতেই খুবই ভাইরাল হয়ে উঠেছে।
ইউটিউবার নতুন এই হোটেলে গিয়ে যখন জিজ্ঞেস করেন যে, নন্দিনী দিদির দোকানে এত বেশি দাম কেন নেয় তখন বেশ অবাক করার মত জবাব দিলেন তিনি। ভদ্রমহিলা যেন নন্দিনী দিদিকে চেনেনই না এমন ভাব নিয়ে বলেন, ‘কে নন্দিনী দিদি? আমরা তো চিনি না তাকে। নন্দিনী দিদি বলে যদি কেউ থেকে থাকে তাহলে সেও এসে দেখুক। আমাদের দোকানে খেয়ে দেখুক খাবারটা ভালো কী মন্দ। সে যদি ফুড ব্লগার হয়ে থাকে সে-ও আমাদের দোকানে আসুক।
উল্লেখ্য, নন্দিনী দিদি তার হাতের রান্নায় নুন কম হয়েছে বললেও নাকি খেপে যান এমনটাই দাবি করেন ‘সৃজিত রিয়া স্টোরি’ ফেসবুক চ্যানেলের কতৃপক্ষ অর্থাৎ যিনি এই ভিডিওতে ছিলেন। সেখানে এই দিদিদের মুখে অন্য সুর শোনা গেছে ভিডিওতে। সে বলেন, ‘ভালো মন্দ হতেই পারে। কেউ যদি বলে লবণ কম হয়েছে, সেটা হতেই পারে। হাতের ব্যাপার তো, সবদিন সমান হয়না।’ ব্যাপকভাবে এই নতুন হোটেলের ভিডিও হয়ে উঠেছে ভাইরাল। তবে এই দুই দিদির হোটেলের অবস্থান কম জায়গায় তা যদিও জানা সম্ভব হয়নি ভিডিওর মধ্যে দিয়ে।