বলিউডের সুপারহিট গানে দুর্দান্ত অঙ্গভঙ্গিতে অসাধারণ বেলি ড্যান্স করে তাক লাগালেন ৯ সুন্দরী যুবতী, ভাইরাল ভিডিও

৯ জন সুন্দরী যুবতীকে অসাধারণ শরীরি হিল্লোল প্রদর্শন করতে দেখা যায়।

বেলি ডান্সের উৎপত্তি হয়েছে ইজিপ্ট (Egypt) থেকে। এই নৃত্যশৈলী গড়ে ওঠার পিছনে রয়েছে টর্সো ও হিপের হিল্লোলের অবদান। ফ্রেঞ্চ বাক্য ‘ড্যান্সে ডু ভেন্চর’ (Danse Du Ventre) থেকে ‘বেলি ড্যান্স’ (Belly Dance) শব্দবন্ধটি এসেছে। এর বাংলা তর্জমা হল ‘পেটের নৃত্য’। দেশ ও এলাকা অনুযায়ী বেলি ড্যান্সের নানান প্রকারের রয়েছে। ড্যান্সের প্রকার অনুযায়ী ড্যান্সে পরিহিত পোশাকও ভিন্ন রকমের হয়।

ইজিপ্শিয়ান স্টাইলের নৃত্যশৈলীই পুরো বিশ্বজুড়ে বেশি জনপ্রিয়। মূলত ইজিপ্শিয়ান সিনেমার (Egyptian Cinema) দরুণ ইজিপ্শিয়ান স্টাইলের বেলি ড্যান্স বেশি জনপ্রিয়তা পেয়েছে। পুরো পৃথিবী জুড়ে নানান দেশ বর্তমানে এই নৃত্যশৈলী শিখতে শুরু করেছে। এই নৃত্যশৈলীকে কেন্দ্র করে ভিন্ন ভিন্ন দেশে বহু স্কুলও চালু হয়েছে। এই সমস্ত স্কুলে নৃত্য শেখার জন্য আট থেকে আশি সবাই ভর্তি হন। কেউ শখে শেখেন, কেউ আবার সেটাকেই প্রফেশন বানিয়ে নেন।

সম্প্রতি বেলি ড্যান্সের একটি ভিডিও ভাইরাল (Belly Dance Viral Video) হয়েছে। ভিডিওটিতে ৯ জন সুন্দরী যুবতীকে অসাধারণ শরীরি হিল্লোল প্রদর্শন করতে দেখা যায়। ব্যাকগ্রাউন্ডে বাজতে শোনা যায় অভিনেতা অজয় দেবগণ (Ajay Devgan) ও অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ (Ileana D’cruz) অভিনীত ‘বাদশাহো’ (Baaddhaho) সিনেমার ‘মেরে রাশকে কমর’ (Mere Rashke Qamar) গান এবং এই গানেতেই সুন্দরী তরুণীদের বেলি ড্যান্সের পোশাক পরে উন্মুক্ত পেটে দুর্দান্ত শরীরি হিল্লোল প্রদর্শন করার মাধ্যমে বেলি ড্যান্স করতে দেখা যায়।

ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘ওজাসি বর্মা’ (Ojasi Verma) নামক এক ইনস্টাগ্রাম আইডি থেকে। ভিডিওটির ভিউয়ার্সের সংখ্যা ১৭ মিলিয়ন অতিক্রম করে ফেলেছে এবং লাইকের সংখ্যা ৫৬ হাজার ছাড়িয়ে গেছে।