কাজল রাঘওয়ানির উপর নিয়ন্ত্রন হারিয়ে এমন কাজ করলেন ভোজপুরি সুপারস্টার নিরাহুয়া (VIDEO)
'মাই রে ম্যায় রে বাথাটা কামারিয়া' (Mai Re Mai re Mathata Kamaria)। এই গানে অভিনেত্রী কাজলকে আবেদনময়ী ভঙ্গিতে নিরহুয়ার সঙ্গে রোম্যান্সে মেতে থাকতে দেখা যায়।

ভোজপুরী গানের ভিডিওতে যৌন দৃশ্যের হাতছানি থাকেই। মশলাদার রোম্যান্সে পরিপূর্ণ থাকে এই ইন্ডাস্ট্রির ভিডিও। সাহসী দৃশ্য ও রোম্যান্সের ভরপুর এই ভোজপুরী ভিডিওগুলো অনেকেই মজার সঙ্গে উপভোগ করেন। এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এলেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
মানুষের হাতে বর্তমানে স্মার্টফোন থাকার কারণে যে কোনো ভিডিও মানুষের হাতের মুঠোয় চলে আসে। এর ফলে যার যেটা ভালো লাগে সেই ব্যক্তি সেই ভিডিও দেখে নেন। ইন্টারনেট ও উন্নত প্রযুক্তির দৌলতেই এমনটা সম্ভব হয়েছে। এই দুইয়ের কারণে বর্তমানে মনোরঞ্জনের জন্য চার দেওয়ালের মধ্যে একটি নির্দিষ্ট জায়গায় না বসেও খুব সহজেই পুরো বিনোদন জগৎ অ্যাক্সেস করা যায়।
সম্প্রতি ভোজপুরী অভিনেতা নিরহুয়া (Nirhua) ওরফে দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav) ও অভিনেত্রী কাজল রাঘবানির (Kajal Raghwani) এই গানের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। গানের ভিডিওটির নাম ‘মাই রে ম্যায় রে বাথাটা কামারিয়া’ (Mai Re Mai re Mathata Kamaria)। এই গানে অভিনেত্রী কাজলকে আবেদনময়ী ভঙ্গিতে নিরহুয়ার সঙ্গে রোম্যান্সে মেতে থাকতে দেখা যায়। এই ভিডিওতে তাঁকে হট-সেক্সি অবতারে দেখতে পাওয়া যায়। একটি সবুজ রঙের টাওয়ালে নিজেকে মুড়ে প্রেমিকা নিরহুয়াকে প্রেমের ফাঁদে ফেলতে চাইছেন তিনি। নিরহুয়া প্রথমদিকে আগ্রহ না দেখালেও ভিডিওর পরবর্তী অংশে কাজলের প্রেমে হাবুডুবু খান।
ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘বিগ স্টার ভোজপুরী’ (Big Star Bhojpuri) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওটির ভিউয়ার্সের সংখ্যা ২.৩ কোটি এবং লাইকের সংখ্যা ৪৩ হাজার ছাড়িয়ে গেছে।