Viral Bhojpuri Video: ফাঁকা ঘরে রিঙ্কু ঘোষকে একা পেয়ে নিয়ন্ত্রণ হারালেন নিরাহুয়া, বাচ্চাদের সামনে দেখবেন না (VIDEO)
ভিডিওর শুরুতেই দেখা যাচ্ছে নিরাহুয়া ও রিঙ্কুর বিয়ে হয়েছে। ব্যাস তারপরেই চলে গেছে ফুল সজ্জার খাটে।

Viral Bhojpuri Video: ভোজপুরি নায়ক মানেই প্রথমে মনের আসবে ভোজপুরি সিনেমার ১ নম্বর হিরো দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav) -র নাম। ভোজপুরি ইন্ডাস্ট্রি নয় সম্পূর্ণ ভারতে তার রমরমা আছে। অভিনয়ের পাশাপাশি নাচ, গান, প্রযোজনা সবকিছুতেই নাম লিখিয়েছেন। তবে এবার আবারো একবার খবরের শিরোনামে উঠে এসেছেন সবার প্রিয় নিরাহুয়া। তার ফুলসজ্জার কারণে। না না, চিন্তা নেই নিছকই সিনেমার খাতিরে তার এই ফুলসজ্জা। যদিও নায়ক ও তার রসে ভরা নায়িকা মিলে সেই সিন্ করে তুলেছে জীবন্ত।
Viral Bhojpuri Video:
Movie: Rakhwala (Rakhwala)
Song: সাইয়া লাইকা নিয়ান (Saiya Laika Niyan)
Cast: হটবম্ব অভিনেত্রী রিঙ্কু ঘোষ (Rinku Ghosh) ও দীনেশ লাল যাদব -কে দেখা গিয়েছে এই ভিডিওতে।
Singers: কল্পনা (Kalpana)
Song Story: ভিডিওর শুরুতেই দেখা যাচ্ছে নিরাহুয়া ও রিঙ্কুর বিয়ে হয়েছে। ব্যাস তারপরেই চলে গেছে ফুল সজ্জার খাটে। নিরাহুয়া ঝাপটে ধরলো রিঙ্কুকে। দুজনে বন্ধ ঘরে হানিমুন উদযাপন করতে গিয়ে অনক্যামেরা লজ্জার সীমা অতিক্রম করে নিয়ন্ত্রণ হারিয়েছে। তাঁরা একে অপরের খুব কাছে চলে এসেছে এই ভিডিওতে। শরীর থেকে নিজেই শাড়ি নামিয়ে শুরু করলেন নাচ। তা দেখে নিরাহুয়াও নিজেকে ধরে রাখতে পারলেন না। শাড়িতে তার যৌবন যেন ঠিকরে বাইরে বেরিয়েছে আসতে চাইছিলো। বলাই বাহুল্য বন্ধ ঘরের মধ্যে নির্লজ্জতার সব সীমা অতিক্রম করেছে দুজনে।
Viral Bhojpuri Video:
Youtube Channel: ‘Ishtar Bhojpuri’ নামের ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হয়েছিল এই ভিডিও।
Views: এখনও পর্যন্ত 32,47,101 জন মানুষ এই গানটি দেখে নিয়েছেন। তাই আপনিও আর সময় নষ্ট না করে খুব তারাতারি দেখে নিন এই ঘাম ঝরানো গানটি।