লিফটের মধ্যেই অঞ্জনা সিংয়ের সঙ্গে উদ্দাম রোমান্সে মাতলেন নিরহুয়া, ভাইরাল ভিডিও
নিরহুয়া ও জনপ্রিয় অভিনেত্রী অঞ্জন সিংকে বন্ধ লিফটের মধ্যে রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করতে দেখা যায়।

ধীরে ধীরে ভোজপুরী সিনেমা জনপ্রিয় হয়ে উঠছে চারিদিকে। পূর্বে ভোজপুরী সিনেমার চাহিদা তেমন না থাকলেও, বর্তমানে এর চাহিদা ঊর্ধ্বমুখী হতে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়া জুড়ে ভোজপুরী গানের ভিডিও, ভোজপুরী সিনেমার ক্লিপ সবই চারিদিকে ছড়িয়ে থাকতে দেখা যায়। সিনেমা ও গান জনপ্রিয়তা পাওয়ার ফলে ভোজপুরী ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদেরও জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়তে দেখা গিয়েছে।
ভোজপুরী ফিল্ম ইন্ডাস্ট্রির এক পরিচিত মুখ নিরহুয়া ওরফে দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav)। ভোজপুরী সিনেমার নিয়মিত দর্শকরা নিরহুয়াকে বেশ ভালোভাবেই চেনেন। এই অভিনেতা ভোজপুরী ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেতা। তাঁর ভক্তের সংখ্যা প্রচুর। এই অভিনেতার কোনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এলেই হল হুহু করে ভিউয়ার্সের সংখ্যা বাড়তে দেখা যায় ভিডিওগুলোতে।
সম্প্রতি নিরহুয়া অভিনীত একটি গানের ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা গেল। ভিডিওটিতে নিরহুয়া ও জনপ্রিয় অভিনেত্রী অঞ্জন সিংকে বন্ধ লিফটের মধ্যে রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করতে দেখা যায়। ভিডিওটিতে অঞ্জনাকে কমলা রঙের পোশাক পরিহিত অবস্থায় শপিং মলে ড্রেস কিনতে দেখা যায়। এই অবস্থায় অভিনেত্রীকে খুঁজে থাকেন নায়ক নিরহুয়া। খুঁজতে খুঁজতে তিনি অভিনেত্রীকে লিফটে খুঁজে পান। এরপরেই শুরু হয়ে যায় উষ্ণতায় ভরা রোম্যান্স। দাবি করা হয়েছে এই গানের ভিডিওটি জনপ্রিয় ভোজপুরী সিনেমা ‘জীগর’-এর। ভিডিওটি এমনিতে পুরোনো হলেও নতুন করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা গেল।
ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘ভোজপুরী মুভি হাউসফুল’ (Bhojpuri Movie Housefull) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওটি প্রায় ৪.৩ মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন এবং প্রায় ৮.৩ হাজার মানুষ পছন্দ করেছেন।