প্রকাশ্য রাস্তায় টাইট পোশাকে উদ্দাম নাচ ‘হটবম্ব’ নোংরা ফাতেহির, ভিডিও দেখে মজা লুটছেন ভক্তরা

অভিনেত্রীকে খোলা আকাশের নিচে একটি মঞ্চের মাঝে চলাফেরা করে নাচ করতে দেখা গিয়েছে।

নোরা ফতেহি বিনোদন জগতের এক জনপ্রিয় নাম। নানান রকমের প্রতিভা উপস্থিত রয়েছে তাঁর মধ্যে। তিনি ডান্সার হওয়ার সঙ্গে অভিনেত্রী ও গায়িকাও। তিনি মূলত মরক্কীয় বংশোদ্ভূত কানাডিয়ান শিল্পী। তবে বর্তমানে তাঁর বসবাস ভারতেই। কর্মসূত্রে আজকাল তাঁকে ভারত জুড়ে নানান ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত থাকতে দেখা যায়। এই কানাডিয়ান শিল্পী নিজেকে ‘হৃদয়ে ভারতীয়’ বলে আখ্যায়িত করেন।

নোরা ফতেহিকে বলিউড ছাড়াও সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রতিভা প্রদর্শনের কাজে ব্যস্ত থাকতে দেখা গেছে। তাঁকে ‘রোয়ার: দ্য টাইগার অফ দ্য সুন্দরবনস’ সিনেমার হাত ধরে বলিউডে অভিষেক করতে দেখা যায়। এরপরে তিনি ‘টেম্পার’ নামক তেলেগু সিনেমা, ইমরান হাশমির ‘মি এক্স’ সিনেমা, ‘বাহুবলী: দ্য বিগিনিং’, ‘কিক’, ‘স্ট্রিট ডান্সার’ সিনেমাতেও দেখা যায়। এছাড়াও তিনি বহু সিনেমায় আইটেম গানেও নৃত্য প্রদর্শন করেন। সারা দেশজুড়ে তিনি মূলত জনপ্রিয়তা পান ‘সত্যমেব জয়তে’ সিনেমার ‘দিলবার’ গানে দুর্দান্ত বেলি ডান্স প্রদর্শন করার দৌলতে। ‘সাকি সাকি’, ‘এক তো কম জিন্দেগানি’, ‘মানিকে মাগে হিতে’-এর হিন্দি ভার্সনে অপ্সরা মতো রূপ নিয়ে অসাধারণ নৃত্য প্রদর্শন করতে দেখা যায় তাঁকে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) এই অভিনেত্রীর এক ভিডিও ভাইরাল (Nora Fatehi Viral Video) হয়েছে। ভিডিওটিতে অভিনেত্রীকে খোলা আকাশের নিচে একটি মঞ্চের মাঝে চলাফেরা করে নাচ করতে দেখা গিয়েছে। নাচ করার সময়ে তাঁকে সবুজ লং থাই স্লিট গাউন পরে থাকতে দেখা গিয়েছে। পোশাকটি বেশ টাইট প্রকৃতির ছিল। এই পোশাকের মধ্যে দিয়ে তাঁর যৌবন যেন ঠিকরে বেরোচ্ছিল।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসার পরই ভাইরাল হয়ে যেতে দেখা গিয়েছে। ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘ফিল্মি ক্রেজি’ (Filmy Crazy) নামক একটি ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওটির ভিউয়ার্সের সংখ্যা ৩.৮ মিলিয়ন ছাড়িয়ে গেছে এবং লাইকের সংখ্যা ১৭ হাজার অতিক্রম করে ফেলেছে।