গ্রাম্য পরিবেশে ‘সামি সামি’ গানে নাতির সঙ্গে তুমুল নাচ বৃদ্ধা ঠাকুমার, ভাইরাল ভিডিও
'সামি সামি' (Sami Sami) গানের তালে দিদা-নাতিকে খোলা উঠোনে দুর্দান্ত নাচ করতে দেখা গেল।

ইন্টারনেটের যুগ শুরু হওয়ার পরে মোবাইল ফোনে প্রযুক্তিগত আমূল পরিবর্তন আসে। কয়েক বছরের অন্তরেই মানুষের জীবনে বিশাল জায়গা অধিকার করে নেয় স্মার্টফোন। মাঝে মাত্র কয়েকটা বছর, সাদাকালো কীপ্যাড ফোন হারিয়ে যায় এবং প্রকাশ্যে আসে রঙিন স্ক্রীনটাচ ফোন। এই ফোনেতেই আজকাল অবসর সময় কাটানো যাচ্ছে, শিক্ষা জীবনের ভীত তৈরি হচ্ছে। এই ফোনেতেই মানুষ নিজের প্রতিভার বিস্তার ঘটাতে পারছে। আবার এই স্ক্রীনটাচ স্মার্টফোনের উপরেই বহু মানুষের পুরো কর্মজীবন নির্ভর করছে। এই স্ক্রীনটাচ স্মার্টফোনেরই এক গুরুত্বপূর্ণ অংশ হল সোশ্যাল মিডিয়া।
সোশ্যাল মিডিয়ায় দিনরাত কিছু না কিছু ভাইরাল হতে থাকে। কখনও লেখালেখি, কখনও ফটো, আবার কখনও ভিডিও ভাইরাল হতে দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। কখনও কখনও সুদূর গ্রামের খোলা রাস্তার নাচের ভিডিও পৌঁছে যায় নগরীর সুদীর্ঘ অট্টালিকায়।
সম্প্রতি এই সোশ্যাল মিডিয়াতেই এক বৃদ্ধা ঠাকুমার নাচের ভিডিও ভাইরাল হতে দেখা গেল। ব্যাকগ্রাউন্ডে বাজতে শোনা গেল আলু অর্জুন (Allu Arjun) ও রশ্মিকা মন্ধনা অভিনীত (Rashmika Mandanna) তেলেগু সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’ (Pushpa: The Rise) সিনেমার জনপ্রিয় গান ‘সামি সামি’ (Sami Sami)। এই গানের তালেতেই দিদা-নাতিকে খোলা উঠোনে দুর্দান্ত নাচ করতে দেখা গেল। ছেলেটি মূলত তাঁর বৃদ্ধা দাদিকে নাচ শেখাচ্ছিল। বৃদ্ধা বেশ সুকৌশলে সেই নাচটি অনুকরণও করে ফেলেন। এই দৃশ্য দেখে বেশ ভালো লাগে নেটিজেনদের।
ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘কাথু কারুপ্পু কালাই’ (Kathu Karuppu Kalai) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওটি ভিউয়ার্সদের বেশ ভালো লেগেছে। ভিডিওটির ভিউয়ার্সের সংখ্যা ৪.৩ মিলিয়ন ছাড়িয়ে গেছে এবং লাইকের সংখ্যা ৬৫ হাজার অতিক্রম করে গেছে।