বয়স শুধু সংখ্যামাত্র! দুর্দান্ত হারমোনিয়াম বাজিয়ে অসাধারণ গান গাইলেন বৃদ্ধ দাদু, ভাইরাল ভিডিও

বৃদ্ধটিকে দক্ষতার সঙ্গে টেবিলের উপর রাখা হারমোনিয়াম বাজিয়ে বাংলার এক জনপ্রিয় লোকগীতি গাইতে দেখা যায়। স্পষ্টভাবেই তিনি নিজ কণ্ঠে গেয়ে ওঠেন 'তোমার লাইগ্যা পরাণ কাঁদে' গান।

সোশ্যাল মিডিয়ার হাত ধরে খুব সহজেই অবসর সময় কাটানো যায়। বর্তমানে মনোরঞ্জনের জন্য বা দেশ দুনিয়ার খবর জানার জন্য আর চার দেওয়ালের মধ্যে বদ্ধ থেকে এক জায়গায় ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় না। বর্তমানে হাতের কাছে আপডেটেড প্রযুক্তি ও প্রয়োজনীয় স্পিডযুক্ত নেট পরিষেবা থাকলেই এক ক্লিকে জ্ঞান আহরণ থেকে বিনোদন সবই সম্ভব হয়।

সোশ্যাল মিডিয়ায় নানান বিষয়কে কেন্দ্র করে ফটো ও ভিডিও দেখতে পাওয়া যায়। কিছু কিছু ফটো ও ভিডিও ইউনিক কন্টেন্ট বিশিষ্ট হওয়ার কারণে ভাইরাল হয়ে যেতে দেখা যায়। ভাইরাল বিষয়টিকে কেন্দ্র করে আবার সেটার সমর্থনে যুক্তি ও বিপরীত যুক্তিও আসতে দেখা যায়। ফলস্বরূপ, অনেক বিষয় সোশ্যাল মিডিয়ার টেবিলে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠতে দেখা যায়।

সম্প্রতি এক বিশেষ প্রতিভাধারী ব্যক্তির ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে এক বয়স্ক শীর্ণকায় ব্যক্তিকে নিজের গানের প্রতিভা বিশ্বের সামনে তুলে ধরতে দেখা গেছে। ছোটখাটো রুগ্ন চেহারার বৃদ্ধটিকে দক্ষতার সঙ্গে টেবিলের উপর রাখা হারমোনিয়াম বাজিয়ে বাংলার এক জনপ্রিয় লোকগীতি গাইতে দেখা যায়। স্পষ্টভাবেই তিনি নিজ কণ্ঠে গেয়ে ওঠেন ‘তোমার লাইগ্যা পরাণ কাঁদে’ গান। বয়স তাঁর যাই হোক না কেন, সমস্ত রকমের বাধা অতিক্রম করে খুবই সুন্দরভাবে বাদ্যযন্ত্র বাজিয়ে গান গাইতে দেখা যায় তাঁকে।

ভিডিওটি আপলোড করা হয়েছে ‘কালার ফটোগ্রাফি’ (Color Photography) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওটি আজকের নয়, প্রায় ৩ বছরের পুরনো। তবে সম্প্রতি ভিডিওটি নতুন করে ভাইরাল হতে দেখা গেল। ভিডিওটি প্রায় ১২ মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন এবং প্রায় ২০৭ হাজার মানুষ পছন্দ করেছেন।