শাড়ি পরে ‘ও লাড়কি আখ মারে’ গানে দুর্দান্ত নেচে ঝড় তুললেন বৃদ্ধা ঠাকুমা, ভাইরাল ভিডিও

এক জুবুথুবু হয়ে থাকা কুঁজো হয়ে যাওয়া বৃদ্ধাকে জনপ্রিয় হিন্দি গানে কোমর দোলাতে দেখা যায়।

সোশ্যাল মিডিয়া বর্তমানে সময় কাটানোর এই দারুণ মাধ্যম হিসাবে মনুষ্য জগতের কাছে নিজেকে তুলে ধরেছে। আট থেকে আশি সবাই মজে উঠেছেন সোশ্যাল মিডিয়াতে দুনিয়ায়। আজকাল শুধুমাত্র তারকাদের বিভিন্ন ধরণের নাচে অংশগ্রহণ করতে দেখা যায় না, সাধারণ মানুষকেও আজকাল ট্রেন্ডিং গানে কোমর দোলাতে দেখা যায় ও সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যায়।

ছোট্ট ছোট্ট খুদে ছেলেমেয়েদেরকেও আজকাল সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মগুলোতে ছোট্ট ছোট্ট আঙুলের ব্যবহার করে নানান রকমের অঙ্গিভঙ্গি প্রদর্শন করার মাধ্যমে নৃত্য পরিবেশন করতে দেখা যায়। এই খুদেদের ফেসিয়াল এক্সপ্রেশন এতই মায়াভরা হয় যে, নজর ফেরাতে পারা যায় না। তবে সোশ্যাল মিডিয়ায় যে যুবক-যুবতীদের বা শিশুদের নাচের ভিডিও ভাইরাল হয়, তা নয়। বহু বৃদ্ধা-বৃদ্ধদের ভিডিও আজকাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা যায়।

সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিকে এক জুবুথুবু হয়ে থাকা কুঁজো হয়ে যাওয়া বৃদ্ধাকে জনপ্রিয় হিন্দি গানে কোমর দোলাতে দেখা যায়। ব্যাকগ্রাউন্ডে শোনা যায় ‘সিম্বা’ (Simba) সিনেমার ‘ও লড়কি আঁখ মারে’ (Wo Ladki Aankh Mare) গান এবং এই গানেতেই বৃদ্ধাকে আনন্দে নাচতে দেখা যায়। বৃদ্ধার পরণে দেখা যায় সোনালি রঙের পাড়যুক্ত সাদা শাড়ি ও সাদা ব্লাউজ। গলায় সোনার রানীহার ও কপালে তিলক পরে থাকতে দেখা যায় বৃদ্ধাকে। মাথা কাপড় দিয়ে ঢেকে বাঁ হাত কোমরে রেখে ডান হাত দুলিয়ে নিজের মতো করে নাচ করতে দেখা যায় তাঁকে।

ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘সময় বার্তা’ (Samay Barta) নামক এক টুইটার হ্যান্ডেল থেকে। এই ভিডিওটি দেখে বেশ ভালো লেগেছে নেটিজেনদের। ভিডিওটি বহু মানুষ দেখে ফেলেছেন এবং অসংখ্য মানুষ লাইক করেছেন।