পরনে জিন্স প্যান্ট ও টপ পরে ‘আমি কলকাতার রসগোল্লা’ গানে উদ্দাম নাচ বৃদ্ধা ঠাকুমার, ভাইরাল ভিডিও
অষ্টাদশীর বৃদ্ধা একটি সবুজ রঙের গেঞ্জি, নীল রঙের ডেনিম জিন্স ও লাল টুকটুকে ভ্যানিটি ব্যাগ নিয়ে 'কলকাতার রসগোল্লা' গানটিতে দুর্দান্ত ভঙ্গিতে নাচছেন।

টলিউডের এমন কিছু গান রয়েছে যা বহু পুরোনো হয়ে গেলেও আজও রয়েছে এভারগ্রীন। সেরকমই একটি অত্যন্ত জনপ্রিয় গান হলো ‘আমি কলকাতার রসগোল্লা’ গানটি। শুধুমাত্র রাজ্যেই নয় বরং এই গানটির জনপ্রিয়তা রয়েছে গোটা দেশজুড়ে। টলিউডের কিংবদন্তি অভিনেত্রী দেবশ্রী রায় (Debashree Roy) অভিনয় করেছিলেন এই গানটিতে। আর অভিনেত্রীর সেই নাচ আজও মনে লেগে রয়েছে প্রতিটি মানুষের। আশি ও নব্বইয়ের দশকে টলিউডের দাপিয়ে অভিনয় করেছেন এই অভিনেত্রী।
প্রবাদপ্রতিম পরিচালক তরুণ মজুমদারের পরিচালিত ‘দাদার কীর্তি’ সিনেমার মাধ্যমে প্রথম অভিনয় জগতে পা রাখেন অভিনেত্রী দেবশ্রী রায়। এরপর একের পর এক প্রায় ১০০ টিরও বেশি সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। যেগুলোর বেশিরভাগই বক্স অফিসে হয়েছে হিট। সেরকমই তাঁর অভিনীত সুপারহিট সিনেমা ‘রক্তে লেখা’-র (Rakte Lekha) জনপ্রিয় গান ‘আমি কলকাতার রসগোল্লা’ আজও মানুষের মনে রয়েছে অটুট। সম্প্রতি এই জনপ্রিয় গানটিতেই কোমর দুলিয়ে ভাইরাল হলেন এক আশি বছরের বৃদ্ধা।
ওই বৃদ্ধার চুলে সাদা পাক ধরলেও তাঁর এনার্জিতে নেই এটুকুও ঘাটতি। আর এই বয়সে তাঁর দুর্দান্ত নাচ ও অঙ্গভঙ্গির পারদর্শিতা দেখে রীতিমত কুপোকাত প্রতিটি সাইবারবাসী। ভিডিওটিতে দেখা যাচ্ছে, ওই অষ্টাদশীর বৃদ্ধা একটি সবুজ রঙের গেঞ্জি, নীল রঙের ডেনিম জিন্স ও লাল টুকটুকে ভ্যানিটি ব্যাগ নিয়ে ‘কলকাতার রসগোল্লা’ গানটিতে দুর্দান্ত ভঙ্গিতে নাচছেন। হয়তো কেউ মজার ছলেই ওই বৃদ্ধা ঠাকুমাকে নাচতে বলেছিল। আর তিনি যে এভাবে বোমা ফাটাবেন তা কে জানতো!
সম্প্রতি, ‘ফানি ভিডিও’ (Funny Video) নামক একটি ফেসবুক পেজ থেকে আপলোড করা হয় ওই অষ্টাদশী বৃদ্ধা ঠাকুমার দুর্দান্ত কায়দায় করা নাচের এই ভিডিওটি। যা বর্তমানে ছড়িয়ে পরেছে গোটা নেট দুনিয়ায়। ভিডিওটিকে লাইক ও শেয়ার করার পাশাপাশি ভিডিওটির কমেন্ট বক্সে কমেন্ট করে ওই বৃদ্ধার প্রশংসা করেছেন একাধিক মানুষ। অনেকে বলেছেন ‘ঠাকুমা আপনার কোনো জবাব নেই’। আবার কেউ কেউ বলেছেন ‘অসাধারণ’। অর্থাৎ প্রতিটি নেট নাগরিকের যে ওই বৃদ্ধা ঠাকুরমার ভিডিওটি বেশ পছন্দ হয়েছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না।