দুর্দান্ত সুরে হারমোনিয়াম বাজিয়ে অসাধারণ কন্ঠে লতা মঙ্গেশকরের গান গাইলেন বৃদ্ধা ঠাকুমা, ভাইরাল ভিডিও
এক বৃদ্ধাকে জনপ্রিয় হিন্দি গান গাইতে দেখা গেল। তাঁর কাছে বাদ্যযন্ত্ররূপে ছিল একটা আস্ত হারমোনিয়াম।

সঙ্গীত জগতে লক্ষ লক্ষ নতুন গানের আগমন ঘটেছে। পুরোনো, নতুন অরিজিনাল, রিপ্রাইজ, রিভাৰ্ভ বিভিন্ন ধরণের গান চারিদিকে শোনা যায়। পূর্বে ক্যাসেট সহযোগে বা রেডিওর মাধ্যমে গান শুনতে হতো। বর্তমানে ডাউনলোড করে অনলাইনেই গান শোনা যায়। হাজারো নতুন গানের মাঝেও পুরোনো গানের চাহিদা এখনও তুঙ্গে। মানুষ এখনও পুরোনো গান গাইতে ও শুনতে ভালোবাসে। এর পিছনে অবশ্যই কিংবদন্তি কিশোর কুমার, মহম্মদ রফি ও লতা মঙ্গেশকরের অবদান রয়েছে। সম্প্রতি গায়িকা লতা মঙ্গেশকরের এক গান গেয়ে এক বৃদ্ধাকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যেতে দেখা গেল।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটি গানের ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে। ভিডিওটিতে এক বৃদ্ধাকে জনপ্রিয় হিন্দি গান গাইতে দেখা গেল। তাঁর কাছে বাদ্যযন্ত্ররূপে ছিল একটা আস্ত হারমোনিয়াম। এই হারমোনিয়াম বাজিয়েই তাঁকে ‘মিলো না তুম তো হাম ঘাবরায়ে’ (Milo Na Tum To Hum Ghabraye) গানটি আত্মবিশ্বাসের সঙ্গে সাবলীলভাবে গাইতে দেখা যায়।
ভিডিওটিতে দৃশ্যমান বৃদ্ধার পরণে থাকে চুনরি প্রিন্টের গোলাপি রঙের শাড়ি ও ব্লাউজ। মাথায় ঘোমটা দিয়ে তিনি এত সুন্দরভাবে হারমোনিয়াম বাজিয়ে গান গেয়েছিলেন যে, তা শুনে নেটিজেনরা মুগ্ধ হয়ে গেছিলেন। ভিডিওটিতে বৃদ্ধার পিছনে এক যুবককে বসে থাকতে দেখা যায়। তাঁর সামনে ছিল একটি ঢোল। বৃদ্ধার গানের তালে তিনি মূলত ঢোল বাজাচ্ছিলেন।
ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘আজতক’ (Aajtak) নামক এক ইনস্টাগ্রাম আইডি থেকে। ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, “সুরেলা কণ্ঠে গান গাইলেন ঠাকুমা। শোনার পরে আপনিও এঁর ভক্ত হয়ে যাবেন”। ভিডিওটি সফলভাবে নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে ফেলেছে। ফলস্বরূপ এটির লাইকের সংখ্যা ৬২ হাজার ছাড়িয়ে গেছে। ভিডিওটির কমেন্ট বক্স নেটিজেনরা বৃদ্ধার প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।