চোখের পরীক্ষা: সারি সারি 03-এর মাঝে মিশে আছে একটা 08, 9 সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস
অসংখ্য 03-এর ভিড়ে লুকিয়ে আছে একটি 08, রইল ৯ সেকেন্ডে খুঁজে বের করতে পারলে আপনি জিনিয়াস।

সপ্তাহের মাঝখানের দিন গুলো যেন কোনোভাবেই কাটতে চায় না। অফিস থেকে বাড়ি, আর বাড়ি থেকে অফিস এই তথাকথিত জীবনেই মিশে আছে খানিক স্বস্তি। বর্তমানে অপটিকাল ইলিউশনের (Optical illusion) বিভিন্ন খেলা সোশাল মিডিয়া কাঁপাচ্ছে। সংখ্যা থেকে ছবি, অক্ষর, শব্দ মন্ডলী এই খেলা সবার থেকে সেরার সেরা হয়ে উঠেছে। Optical Illusion গুলি অবসর থেকে কাজের মুহুর্ত সর্বদা জায়গা করে নিয়েছে।
তবে আজ হাজির ’03’ সংখ্যার মধ্যে থেকে ’08’ সংখ্যা খুঁজে বের করার একটি অসাধারণ চ্যালেঞ্জ নিয়ে। যেখানে আপনাকে এই খেলা খেলতে বাধ্য করা হবে। এক ঝলক দেখলে কিছুই বুঝতে পারবেন না যে এই ফটোর মধ্যে থেকে 08 সংখ্যাটি কিভাবে খুঁজে পাওয়া সম্ভব। তবে না সময় শুরুর আগে আপনি সম্পূর্ণ মনোনিবেশ করতে পারবেন না। এই অপটিক্যাল বিভ্রম আপনার বুদ্ধিমত্তা পরীক্ষা করতে সাহায্য করতে পারে। আপনি যত তাড়াতাড়ি এই সংখ্যাটি খুঁজে পাবেন ততই প্রমান হবে আপনার ঈগলের দৃষ্টির মতো।
১৮ সেকেন্ড সময় দেওয়া হবে আপনার সঠিক উত্তর দেওয়ার জন্য। আপনার সময় কিন্তু শুরু হয়েছে তা জানিয়ে দেওয়া হলো। সুতরাং একটু তাড়াতাড়ি করতে হবে সঠিক উত্তরের জন্য।
সময় গড়িয়ে চলেছে।
শেষ কয়েক সেকেন্ড বাকি।
১৫
১৪
১৩
১২
১১
১০
৯
৮
৭
৬
৫
৪
৩
২
১
সময় শেষ। এবার আমাদের প্রতিবেদনের মধ্যে দিয়ে আপনার খুঁজে পাওয়া উত্তরটি সঠিক কিনা তা দেখে নিন।
ফটোর মধ্যে ডান দিক ঘেঁষে একটু উপরের দিকে দেখার চেষ্টা করুন। প্রতিবেদনের নিচে সঠিক উত্তর দেওয়া আছে। আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না সেই কারণে নির্দিষ্ট চিহ্ন করে দেওয়া হয়েছে। যারা উত্তর দিতে পারলেন না তাঁদের মন খারাপ করার কোনো কারণ নেই। পরবর্তী Optical Illusion -এর খেলায় অবশ্যই সফল হবেন এমনটা আসা করা যায়।