চোখের ধাঁধা: ছবিতে অনেকগুলি ‘7’-এর মাঝে লুকিয়ে আছে একটি ‘1’, রইল 10 সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ
অসংখ্য 7-এর মাঝে লুকিয়ে আছে একটি 1, মাত্র ১০ সেকেন্ডে খুঁজে বের করতে হবে।

অপটিকাল ইলিউশনের (Optical illusion) বিভিন্ন খেলা বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে। সংখ্যা থেকে ছবি, অক্ষর, শব্দ মন্ডলী সব কিছু নিয়েই নানা রকমের দৃষ্টিভ্রম দেখা যায়। বর্তমানে অপটিক্যাল বিভ্রমগুলি অবসর থেকে কাজের মুহুর্ত সর্বদা জায়গা করে নিয়েছে। বরং এর মাধ্যমে মন ও মস্তিষ্ক এই দুইয়েরই ক্ষমতা বুঝতে পারা যায়। আমাদের চারপাশে অপটিক্যাল ইলিউশনের অনেক ছবি রয়েছে৷ তবে আজ হাজির ‘7’ সংখ্যার মধ্যে থেকে ‘1’ খুঁজে বের করার একটি সাধারণ খেলা নিয়ে।
এক ঝলক দেখলে কিছুই বুঝতে পারবেন সঠিক উত্তর সম্পর্কে। খুব কিন্তু সহজ হবে না এই খেলা। এই অপটিক্যাল বিভ্রম আপনার বুদ্ধিমত্তা পরীক্ষা করতে সাহায্য করতে পারে। আপনি যত তাড়াতাড়ি এই 1 সংখ্যাটি খুঁজে পাবেন আপনার আইকিউ লেভেল তত বেশি, এমনটাই মানা হবে। সঠিক উত্তর খুঁজে বের করার জন্য 11 সেকেন্ড সময় দেওয়া হবে।
আপনার সময় কিন্তু এখন থেকে শুরু হচ্ছে। সঠিক উত্তীর্ণ দেওয়ার জন্য তৈরী হয়ে যান।
11
10
9
8
7
6
5
4
3
2
1
সময় শেষ। সময়ের মধ্যে যারা উত্তর দিতে পেরেছেন তারা নিঃসন্দেহে জিনিয়াস। তবে দীর্ঘক্ষণ ধরে চেষ্টা করার পরেও যারা খুঁজে পেলেন না ব্যতিক্রমী সংখ্যা তারা আবার হতাশ হয়ে বসে থাকবেন না যেন। ফটোতে একদম ডান দিকে আপনি নিচের দিকে চোখ রাখলেই দেখতে পাবেন ‘7’ ভিড়ে রয়েছে একটি 1। নির্দিষ্ট চিহ্ন করে দেওয়া হয়েছে। যারা উত্তর দিতে পারলেন না তাঁদের মন খারাপ করতে হবে না। আমাদের আগের প্রতিবেদনের যে ধাঁধা গুলি আছে সেগুলি চেষ্টা করে দেখতে পারেন।